প্রতিবেদন : স্বচ্ছতা বজায় রেখে দ্বিতীয় দফায় একাদশ ও দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষা মিটল নির্বিঘ্নে। এসএসসি পরীক্ষা নিয়ে নানান সময়ে নানান রকম কথা হয়েছে। তবে এবার বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। সেদিন সেই রকম কিছু পদক্ষেপের কথাই উল্লেখ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানান, এইবার প্রথম সরকারি ওয়েবসাইটে মডেল উত্তরপত্র তুলে দেওয়া হবে।
চলতি বছরেই প্রথম ওএমআর শিটে হয়েছে এবং সেই উত্তরপত্রের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারছে। মন্ত্রী জানান, নবম-দশমের মডেল উত্তরপত্র প্রকাশ ১৬ সেপ্টেম্বর। একাদশ-দ্বাদশের উত্তরপত্র ২০ সেপ্টেম্বরের মধ্যে। দু’বছর তা সংরক্ষিত থাকবে।
আরও পড়ুন-প্রমাণিত বেহাল বিজেপি-রাজ্য
আবেদনকারীদের ওই মডেল উত্তরপত্র নিয়ে কিছু বলার থাকলে কমিশনের ওয়েবসাইটে তা জানাতে হবে। ৫ দিন সময় মিলবে এর জন্য। এর পরে আপলোড করা হবে ফাইনাল উত্তরপত্র। তারপর ওয়েবসাইটে পার্সোনালিটি টেস্টের জন্য তালিকা প্রকাশ করা হবে। সেখানে থাকবে নম্বরও। ওএমআর কপিগুলির স্ক্যান করা ছবি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে সংরক্ষণ করবে ১০ বছর। নির্দিষ্ট সময়ে ফল প্রকাশের পর জানানো হবে, কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে।
আজ পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী। আবেদনকারীর ৯৩ শতাংশই পরীক্ষায় বসেছেন। রবিবার একাদশ-দ্বাদশের পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার। এদিন সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিক, মুখ্যসচিব, পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানান ব্রাত্য বসু। বলেন, দু-বছর ধরে চলা নানা ঘটনা, আবর্তের মধ্যে এই পরীক্ষা নেওয়া দুরূহ এবং শ্রমসাধ্য ছিল। মুখ্যমন্ত্রীর নিরন্তর সহযোগিতার ফলে, স্কুল সার্ভিস কমিশন যেভাবে স্বচ্ছতার সঙ্গে, মেধাকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিয়েছে, তার জন্য কোনও প্রশংসার ভাষাই যথেষ্ট নয়।
ব্রাত্য বসু পরীক্ষা শেষে এক্স হ্যান্ডেলে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পরামর্শে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা সফল, নির্ভীক এবং স্বচ্ছভাবে পরিচালিত করেছে। পরীক্ষার সাথে জড়িত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন এবং প্রার্থীদের জন্য শুভকামনা।