ক্রেতাসুরক্ষায় উপভোক্তা কার্যালয় ডায়মন্ড হারবারে

দক্ষিণ ২৪ পরগনার প্রধান আঞ্চলিক কার্যালয়টি বারুইপুরে থাকলেও, জেলার আয়তন ও জনসংখ্যা বিবেচনায় আরও একটি কার্যালয় প্রয়োজনীয় হয়ে উঠেছে

Must read

নাজির হোসেন লস্কর: সাধারণ মানুষের স্বার্থরক্ষায় রাজ্য উপভোক্তা বিষয়ক বিভাগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ ২৪ পরগনায় আরও একটি উপভোক্তা বিষয়ক কার্যালয় চালু হচ্ছে। ডায়মন্ড হারবারে গড়ে উঠেছে এই কার্যালয়। সোমবার পুরসভা লাগোয়া নতুন কার্যালয়টির উদ্বোধন করবেন দফতরের মন্ত্রী। আঞ্চলিক এই কার্যালয়টি চালু হয়ে গেলে ভোক্তা-সম্পর্কিত সমস্যার দ্রুত সমাধানে উপকৃত হবেন ডায়মন্ড হারবারের মানুষ।

আরও পড়ুন-কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হুগলির জন্মভিটে সংস্কারের ঘোষণা করে জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার প্রধান আঞ্চলিক কার্যালয়টি বারুইপুরে থাকলেও, জেলার আয়তন ও জনসংখ্যা বিবেচনায় আরও একটি কার্যালয় প্রয়োজনীয় হয়ে উঠেছে। ফলে ডায়মন্ড হারবারে মহকুমাস্তরে প্রশাসনিক এলাকায় নতুন কার্যালয় চালু হলে গেলে ফলতা, ডায়মন্ড হারবার ১ ও ২, মগরাহাট ১ ও ২, মন্দিরবাজার, মথুরাপুর ১ ও ২ এবং কুলপি ব্লকের উপভোক্তারা সহজেই সরকারি সহায়তার সুযোগ পাবেন। দফতরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নবদ্বীপ আদিত্য বলেন, ডায়মন্ড হারবারে মহকুমাস্তরে কার্যালয়টি চালু হলে ভোক্তা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত নিষ্পত্তিতে অনেকটাই সুবিধা হবে। রাজ্য সরকার উপভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতার মধ্য দিয়ে একেবারে গ্রামীণ স্তরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এলাকায় ঘুরে ঘুরে সচেতনতায় প্রচারে নেমেছে একটি ট্যাবলো। এছাড়া নানা মাধ্যমে ভোক্তা অধিকার সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধি করা হবে। আমরা চাই, সাধারণ মানুষ আরও সুরক্ষিত ও সচেতন হোন। যদি কোনও উপভোক্তা প্রতারিত হয়ে থাকেন তাঁকে সরকারি ব্যবস্থার মাধ্যমে সাহায্য করবে এই কার্যালয়।

Latest article