ভোটে হেরে বিদ্বেষের ষড়যন্ত্র, জবাব দেবে বাংলা

বিজেপি রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের ওপর অত্যাচার ক্রমশ বাড়ছে। বাংলায় কথা বললেই নির্যাতনের শিকার হচ্ছেন বাংলার শ্রমিকেরা।

Must read

প্রতিবেদন : বিজেপি রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের ওপর অত্যাচার ক্রমশ বাড়ছে। বাংলায় কথা বললেই নির্যাতনের শিকার হচ্ছেন বাংলার শ্রমিকেরা। এর প্রতিবাদে বাংলায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে বিজেপির ভাষাসন্ত্রাসের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছিল তৃণমূল কংগ্রেস কিষাণ ও খেতমজুর সংগঠন। ভাষা আন্দোলনের মঞ্চ থেকে প্রতিবাদে গর্জে উঠলেন তাঁরা। সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু ছাড়াও ধরনা-কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, মন্ত্রী তাজমুল হোসেন, শ্রীকান্ত মাহাতো, তাজ মহম্মদ, উত্তম প্রধান, সেলিম নস্কর-সহ সংগঠনের নেতা ও কর্মীরা। সঙ্গে ছিলেন সংগঠনের জেলা নেতৃত্বও। এ-ছাড়াও ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা।

আরও পড়ুন-একুশতম ইলিশ উৎসব কাঁকুড়গাছিতে, খাদ্যাভ্যাসে জবরদস্তি মানবে না বাংলা-বাঙালি

সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু বলেন, বিজেপি রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর সন্ত্রাস চলছে। বিজেপি বাংলাবিদ্বেষী। এখানে ভোটে হেরে গিয়ে ষড়যন্ত্র করছে, বিদ্বেষ ছড়াচ্ছে। বাংলা বললেই থানায় আটকে মারধর করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে শ্রমিকদের। বাংলাকে যাঁরা অপমান করছেন, বাংলা ভাষাকে যাঁরা অপমান করছেন, তাঁরা বাংলার শক্তি জানে না। বাংলার উপর আক্রমণ নেমে এলে বাংলা ছেড়ে কথা বলবে না। এর জবাব দেওয়া হবে।

Latest article