বিহারের তালিকা সংশোধনে অসঙ্গতি পাওয়া গেলে পুরো প্রক্রিয়াই বাতিল করা হবে: সুপ্রিম কোর্ট

বিহারের SIR প্রক্রিয়ায় যদি কোন বেআইনি পদ্ধতি নেওয়া হয়ে থাকে তাহলে বাতিল করে দেওয়া হবে। সোমবার সুপ্রিম কোর্ট কড়া ভাষায় সতর্ক করল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।

Must read

বিহারের SIR প্রক্রিয়ায় যদি কোন বেআইনি পদ্ধতি নেওয়া হয়ে থাকে তাহলে বাতিল করে দেওয়া হবে। সোমবার সুপ্রিম কোর্ট কড়া ভাষায় সতর্ক করল কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন-ষড়যন্ত্রের অভিযোগ! অর্থমন্ত্রকের উপসচিবের মৃত্যুর ঘটনায় ধৃত ঘাতক BMW-র মহিলা চালক

সোমবার মামলাটির শুনানি হচ্ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে। বিচারপতি বলেন যদি দেখা যায় এই প্রক্রিয়া কার্যকর করতে গিয়ে কোন বেআইনি পদ্ধতি নেওয়া হয়েছে তাহলে সবটাই বাতিল হবে। আগামী ৭ অক্টোবর বিহারের SIR মামলার চূড়ান্ত শুনানি। তবে সেক্ষেত্রে SIR সংক্রান্ত সব মামলা একসাথে শোনা হবে। সব কিছু ঠিক থাকলে, সেদিনই বিশেষ রিভিশন প্রক্রিয়ার বৈধতা নিয়ে আদালত চূড়ান্ত রায় দেবে। বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট বিশ্বাস করছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন আইন এবং পদ্ধতি মেনে এগোচ্ছে। সেক্ষেত্রে কোথাও যদি বেআইনি কিছু সামনে আসে তাহলে গোটা প্রক্রিয়া আদালত বাতিল করতে বাধ্য হবে।

আরও পড়ুন-তন্ত্রসাধনায় নরবলি ঘটনায় ফাঁসির সাজা বাতিল করে বেকসুর খালাস হাইকোর্টের

ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের সিইও-কে নির্দেশ দিয়েছে। এটাও স্পষ্ট করা হয়েছে, এই ১২টি নথি ছাড়া এই ক্ষেত্রে আর কোনও নথি গৃহীত হবে না।

Latest article