বাংলার মুখ্যমন্ত্রীর (Chief minister) দেখানো পথেই এবার হাঁটল বঙ্গ বিজেপি। কয়েকটি পুজোতে দেওয়া হবে অনুদান। সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে গঠন করা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে কোন ক্লাব ঠিক কত টাকা পাবে। কিন্তু এখানেই চমক! টাকা দেওয়ার ক্ষেত্রে রয়েছে শর্ত। টাকা নিলে ক্লাবগুলোকে মণ্ডপের বাইরে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। পুজো মণ্ডপে মোদির ছবি রাখার নিদান দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সমালোচনা ফিকে হওয়ার আগেই শিরোনামে উঠে এল বঙ্গ বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই কলকাতার কিছু ক্লাবকে পুজোর অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। কিন্তু শর্ত একটাই, প্যান্ডেলের বাইরে রাখতে হবে মোদির ছবি। এই নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।
আরও পড়ুন-যাদবপুরের ছাত্রী মৃত্যুতে এবার খুনের অভিযোগ যাদবপুর থানায়
বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত, গত কয়েকবছর ধরে ক্লাবগুলোকে পুজোর অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই বাংলার মানুষের মন জয় করতে বিজেপির অনুদান দেওয়ার ভাবনাকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তবে এভাবে দুর্গাপুজোকে রাজনীতির অংশ করে ফেলাকে মোটেই ভাল চোখে দেখছে না নেটিজেনরা।