ওয়াকফ সংশোধনী সুপ্রিম কোর্টে কেন্দ্রের ধাক্কা

আরও একবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মোদি সরকার৷ আবারও জয় হল তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের সদস্য রাজনৈতিক দলগুলির৷

Must read

প্রতিবেদন : আরও একবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মোদি সরকার৷ আবারও জয় হল তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের সদস্য রাজনৈতিক দলগুলির৷ মোদি সরকারের ওয়াকফ সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল ৭২টি মামলা৷ সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, কোনও সম্পত্তি জরিপ করে তা ওয়াকফের কি না, তা বলার অধিকার আপাতত থাকবে না জেলাশাসকের। অর্থাৎ রাশ টানা হল জেলাশাসকের ক্ষমতায়।

আরও পড়ুন-ডোরিনায় ভাষা আন্দোলনের মঞ্চ থেকে ঘোষণা, নন্দীগ্রাম থেকে এবার তৃণমূল বিধায়ক

এখানেই শেষ নয়, ওয়াকফ সম্পত্তি দান করতে হলে ৫ বছর ইসলাম ধর্ম পালনের নিয়মেও এদিন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, আদালতের নির্দেশ, কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে ৪ জনের বেশি অমুসলিম থাকতে পারবে না। রাজ্যস্তরে সেই সংখ্যা হবে ৩। তবে ওয়াকফের সিইও যতদূর সম্ভব মুসলিম সম্প্রদায়ের হতে হবে। জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এদিন সব ক’টি মামলার শুনানি হয় এক সঙ্গে। সোমবার এই মামলায় অন্তবর্তী রায়দান করতে গিয়ে দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সাফ বুঝিয়ে দিয়েছে, ওয়াকফ আইন নিয়ে যথেচ্ছাচার করতে পারবে না কেন্দ্রীয় সরকার৷

Latest article