বাজার কাঁপাচ্ছে স্বনির্ভরগোষ্ঠীর কোল্ডড্রিংক্স

Must read

অনুরাধা রায়
কোলা, জিরা, অরেঞ্জ। আছে লেমনও। তৃষ্ণা মেটাতে নানান ফ্লেবারের কোল্ডড্রিংক্স (cold drinks)। তবে অতিরিক্ত চিনি বা নেই ক্ষতিকারক রাসায়নিক উপাদান, একেবারে স্বাস্থ্যকর উপায়ে তৈরি। স্বনিভর্র গোষ্ঠীর তৈরি এই কোল্ডড্রিংক্স রীতিমতো বাজার কাঁপাচ্ছে। বীরভূমের লাভপুর ব্লকের জামনাগ্রামের পঞ্চায়েতের স্বনির্ভরগোষ্ঠীর মহিলারাই তৈরি করছেন এই পানীয়। মহিলাদের ওই সংস্থার নাম নিত্য সংঘ মহিলা এসএইচজি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ‘এন’ লোগো দেওয়া নিজেদের ব্র্যান্ডে সেই পানীয় তাঁরা পৌঁছে দিচ্ছেন বাজারে। সম্প্রতি বেঙ্গল ন্যশনাল চেম্বার অফ কমার্স (বিএনসিসিআই) আয়োজিত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুজোর মেলায় নিজেদের সামগ্রীর পশরা নিয়ে এসেছিলেন বীরভূমের ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মেলা ঘুরে ক্লান্ত হয়ে সকলেই গলা ভেজাতে ভিড় করছিলেন ওই স্টলটিতেই। শুধু কোল্ডড্রিক্স (cold drinks) নয়, হাতে বোনা শাড়ি থেকে শুরু করে মাশরুমের বীজ সবই ছিল স্টলে। কী কী পণ্য রয়েছে? গোষ্ঠীর সম্পাদক কণিকা দাশ জানালেন, ২০টিরও বেশি পণ্য তৈরি করেন এই গোষ্ঠীর মহিলারা। রয়েছে স্বাস্থ্যকর পদ্ধতিতে পাকানো কলাও। যেখানে নেই কোনও কারবাইড বা রাসায়নিকের ব্যবহার। পোশাকের মধ্যে রয়েছে স্কুল ড্রেস, হাতে বোনা কাঁথাস্টিচের শাড়ি। রয়েছে উন্নতমানের মাশরুমের বীজ। অরগানিক পদ্ধতিতে সবজি চাষও করেন গোষ্ঠীর মহিলারা বলে জানালেন আর এক সদস্য। ওই সবজিই মিডডে মিলের জন্য জেলার স্কুলগুলিতে পাঠানো হয়। প্রায় তিন হাজার মহিলা সদস্য রয়েছেন এই গোষ্ঠীতে। এগিয়ে আসছেন আরও মহিলা। তাঁদের তৈরি পণ্য জনপ্রিয় হচ্ছে বাংলা-সহ দেশের বাজারেও। খুশি গোষ্ঠীর মহিলারাও, তাঁরা সকলে মিলে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজেদের তৈরি পণ্য হাতে নিয়ে মহিলারা বললেন, মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্নের দিদি। বিএনসিসিআই-এর সভাপতি অশোক বণিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলার হস্তশিল্পকে তুলে ধরতেই এই মেলার আয়োজন।

আরও পড়ুন-সেনা নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ! আজ আদালতে হাজিরা অভিযুক্তদের

Latest article