সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু নেপালের সুপ্রিম কোর্টে অভ্যুত্থানে আদালতের ৬২ হাজার নথি পুড়ে ছাই!

Must read

কাঠমান্ডু: নেপালে (Nepal Supreme Court) দুর্নীতিগ্রস্ত শাসকদের সরানোর আন্দোলনে দেশের গুরুত্বপূর্ণ সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে জেন- জি’র নিয়ন্ত্রণহীন আন্দোলনে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়ে হামলা চালানো হয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মামলার অসংখ্য নথি। আন্দোলনের নামে দেশজুড়ে এভাবে ধ্বংসযজ্ঞ চালানোয় সমালোচনার মুখে আন্দোলনকারীরা। চাপের মুখে পিছু হঠে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কাছে এজন্য ক্ষমা চেয়েছেন জেন-জি’র প্রতিনিধিরা। পরিস্থিতি এমনই যে নেপালের সুপ্রিম কোর্টের (Nepal Supreme Court) ক্ষতিগ্রস্ত পোড়া ভবনে কাজ করা যাচ্ছে না। সোমবার সকালে নজিরবিহীনভাবে শীর্ষ আদালতের সামনে সাদা তাঁবু খাটিয়ে কাজ শুরু হয়। ওই তাঁবুর উপরে লেখা ‘সুপ্রিম কোর্ট নেপাল’। জানা গিয়েছে, বিক্ষোভকারীদের তাণ্ডবে ছাই হয়ে গিয়েছে বিভিন্ন মামলার ৬২ হাজার নথি! ফলে আগামিদিনে সেই মামলাগুলির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সকলেই অন্ধকারে। কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন নেপালের নেতা-মন্ত্রীদের বাসভবনে আগুন লাগানো ও লুঠপাট চালানো হয়। এছাড়াও সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, বিভিন্ন শহরের একাধিক পুরসভা ও পঞ্চায়েত ভবন পোড়ানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। এক শতাংশে নেমে এসেছে জিডিপি। এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিকতা ফেরার চেষ্টা শুরু করেছে নেপাল। এদিন সুপ্রিম কোর্টে হামলার নিন্দা করেন প্রধান বিচারপতি প্রকাশমান সিংহ রাউত। পাশাপাশি তিনি বলেন, যেকোনও পরিস্থিতিতেই আমরা ন্যায়বিচারের পথ ধরে চলব। আদালতের কাজ বন্ধ থাকবে না।

আরও পড়ুন-সেনা নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ! আজ আদালতে হাজিরা অভিযুক্তদের

Latest article