দুবাই, ১৫ সেপ্টেম্বর : সহজ ম্যাচ কঠিন করে জিতল শ্রীলঙ্কা (Sri lanka)। হংকংয়ের ১৪৯ রান তাড়া করতে নেমে সতর্ক শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে গিয়েছিল গতবারের এশিয়া কাপ জয়ীরা। শেষ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যামিওতে ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসঙ্কা দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন। গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরের পথে চারিথ আসালাঙ্কার দল। হারের হ্যাটট্রিক করে এশিয়া কাপ থেকে ছিটকে গেল হংকং। হংকং ব্যাটিং-বোলিংয়ে নজর কাড়লেও বোলিং ডোবাল। নিসঙ্কারই তিনটি ক্যাচ পড়েছে। কুশল মেন্ডিসের দুটি। পরপর চার উইকেট হারিয়ে যখন ধুঁকছে শ্রীলঙ্কা (Sri lanka), তখন চাপ কাটিয়ে দেন হাসারাঙ্গা (৯ বলে ২০ অপরাজিত)।
দুবাইয়ের উইকেটে হংকং অবশ্য শুরুটা ভাল করেছিল। বড় স্কোরের আশা জাগিয়ে প্রথম চার ওভারে ৪০ রান তুলে ফেলে তারা। দুই ওপেনার জিশান আলি ও অংশুমান রথ লঙ্কা পেসার দুশ্মন্ত চামিরা, নুয়ান থুসারাদের স্বচ্ছন্দেই খেলছিলেন। কিন্তু পাওয়ার প্লে-তে পঞ্চম ওভারের শেষ বলে চামিরা ফিরিয়ে দেন জিশানকে। এরপর অংশুমান ও নিজাকাত খানের জুটিতে হংকংয়ের স্কোরবোর্ড সচল থাকে। তবে লঙ্কা বোলাররা হংকংকে বড় স্কোর করতে দেয়নি। চামিরার বলে অংশুমান (৪৬ বলে ৪৮) আউট হওয়ার পর নিজাকাতের (৩৮ বলে ৫২ অপরাজিত) লড়াকু ব্যাটিংয়ের সৌজন্যে হংকং শেষ পর্যন্ত দেড়শোর কাছে পৌঁছয়।
আরও পড়ুন-কোথায় শান্তি? মোদির সফর শেষ হতে না হতেই ভাঙচুর, অগ্নিসংযোগ মণিপুরে