‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-চাপ কাটিয়ে স্বস্তির জয় পেল শ্রীলঙ্কা
থাকবো না
কানে শুনছি না, চোখে দেখছি না
অদ্ভুত নীরব নিঃশ্বাস!
ঔদ্ধত্বের সারমর্ম, অহঙ্কারের সারাংশ
কৈকেয়ী-মন্থরার উপবাস।।
বিসর্জনের বাদ্যডঙ্কা বিদায় শঙ্কা
ঢাক-ঢোল-করতাল
চিরস্থায়ী শরসজ্জার বিছানা নয়
জঙ্গলের নাম বৈতাল।।
মায়াবি কান্নার ভরা প্লাবন
ক্ষণিকের অতিথি শ্রাবণ
অশ্রুসাগরের অভিনব মন
বাঁচার বাচন কথন।।
নির্বাক-নির্বোধ-নিদর্শন
বিস্বাদ-বিরল-বিবর্তন
অতি মহামানব বলে দেখবো না
শুনবো না আমি থাকবো না।।