উন্নয়ন-ঐক্য: চক্রান্তের বিরুদ্ধে প্রচার

Must read

প্রতিবেদন : মঙ্গলবার ফের জেলা সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। এদিন বসিরহাট-যাদবপুর-ডায়মন্ড হারবারের নেতৃত্বকে নিয়ে বৈঠক সারেন তিনি। পুজোর আগে শেষ বৈঠক। অন্যান্য দিনের মতোই এদিনও জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন। সেই সঙ্গে সরকারের উন্নয়নমূলক প্রচারেও জোর দিতে বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek banerjee)। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। আলোচনা হয় জেলার টাউন ব্লক সভাপতি পরিবর্তন ও পরিমার্জন নিয়েও। বিজেপির চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে আরও প্রচার ও মানুষের কাছে যাওয়ার বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন- নোয়াকাণ্ডে মিথ্যাচার পুলিশের কড়া বিবৃতি

Latest article