বাউন্সি পিচে মহড়া রোহিতের

তাই বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে প্রস্তুতি সারছেন তিনি। সূত্রের খবর, আগামী একটা সপ্তাহ এখানেই প্র্যাকটিস করবেন রোহিত।

Must read

বেঙ্গালুরু, ১৫ সেপ্টেম্বর : সূর্যকুমার যাদবরা যখন এশিয়া কাপ খেলতে ব্যস্ত। তখন সবার অলক্ষ্যে অন্য একটি সিরিজের প্রস্তুতিতে মগ্ন রোহিত শর্মা। সাদা বলের সিরিজ খেলতে অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। রোহিত একদিনের সিরিজে খেলবেন। তাই বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে প্রস্তুতি সারছেন তিনি। সূত্রের খবর, আগামী একটা সপ্তাহ এখানেই প্র্যাকটিস করবেন রোহিত।

আরও পড়ুন-উন্নয়ন-ঐক্য: চক্রান্তের বিরুদ্ধে প্রচার

অস্ট্রেলিয়ার পিচে বাউন্স বেশি থাকে। তাই সেন্টার অফ এক্সেলেন্সে বাউন্সি পিচেই ব্যাটিং প্র্যাকটিস সারছেন রোহিত। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। তবে রোহিতের সেই লক্ষ্য আদৌ পূরণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও আপাতত সব ভুলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ডানহাতি মুম্বইকর। ওজনও অনেকটা কমিয়ে ফেলেছেন গত কয়েক মাসে। রোহিতের সঙ্গে এই মুহূর্তে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন সরফরাজ খানও। যিনি টেস্ট দলে ফেরার লড়াই চালাচ্ছেন। মঙ্গলবার নেটে রোহিতকে দেখা গিয়েছে সরফরাজকে ব্যাটিং টিপস দিতে। বাধ্য ছাত্রের মতোই রোহিত স্যারের ক্লাস করছেন সরফরাজও।

Latest article