প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়েও প্রচারের রাজনীতি বিজেপির

এই রাজনীতির অন্যতম অংশ প্রধানমন্ত্রী নিজেও৷ বিজেপি তথা প্রধানমন্ত্রীর এই মনোভাবের তীব্র নিন্দা করে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷

Must read

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়েও প্রচারের রাজনীতি করছে বিজেপি (bjp)৷ এই রাজনীতির অন্যতম অংশ প্রধানমন্ত্রী নিজেও৷ বিজেপি তথা প্রধানমন্ত্রীর এই মনোভাবের তীব্র নিন্দা করে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে৷

আরও পড়ুন-ওয়াকফ আইনে সুপ্রিম-ধাক্কা, তথ্য দিয়ে মোদি সরকারকে এক হাত নিলেন ডেরেক

আজ বুধবার প্রধানমন্ত্রীর জন্মদিন৷ তার আগে মঙ্গলবার দেশের মহিলা ও শিশুদের জন্য স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা করে ‘বিরাট উপহার’ দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনই দাবি জানানো হয়েছে বিজেপির তরফে৷ বিজেপির এই নোংরা রাজনীতি এবং দাবি উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সাফ জানিয়ে দিয়েছেন দেশের করদাতাদের টাকায় কোনও কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা করা আদৌ উপহারের পর্যায়ে পড়ে না৷ এখানেই না থেমে সাকেতের দাবি, প্রধানমন্ত্রী যদি সত্যিই কোনও উপহার দিতে চান, তাহলে তাঁর লুকোনো পিএম-কেয়ার ফান্ডের টাকা ব্যবহার করে উপহার দিন দেশবাসীকে৷

Latest article