শিলচর : বিদেশে পড়তে এসে সহিংসতায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। শিক্ষাঙ্গনে রাজনীতি ও হিংসায় যুক্ত থাকার অভিযোগে তাই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। এই শিক্ষার্থীরা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) পড়াশোনা করতেন। শিলচর এনআইটি ক্যাম্পাস সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই সংঘাতে জড়ান। সেই সংঘাতে ব্যাপক সহিংসতা চালান অভিযুক্ত ৫ শিক্ষার্থী। রড, ছুরি ও স্ক্রু-ড্রাইভার নিয়ে তারা চতুর্থ ও শেষ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং সেই হামলায় শেষবর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এর মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর। আহত শিক্ষার্থীদের শিলচর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে (এসএমসিএইচ) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-বিভিন্ন রাজ্যের সব মামলা হাতে নিল সুপ্রিম কোর্ট
প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলা করার সময় ৫ বাংলাদেশি শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিল। এনআইটি শিলচর ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। গত সপ্তাহে তাদের ক্যাম্পাসের হস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বহিষ্কারের এই এক বছর যেন তারা যাতে ভারতে অবস্থান করতে না পারেন, সেজন্য তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।