‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়েও প্রচারের রাজনীতি বিজেপির
বুদ্ধি
বুদ্ধি খরচ করতে হয়
না করলে হয় বিনাশ
বুদ্ধিকে ঠিকমতো কাজে লাগালে
বুদ্ধি হয় উল্লাস।।