সৌজন্যবোধ! রাজনৈতিকভাবে বিপরীতপন্থী হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আজ, বুধবার সকালেই তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ৮.৪৮ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান অভিষেক। তিনি লেখেন, ”মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi র জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।Greetings to Hon’ble PM Shri @narendramodi Ji on his birthday.”
আরও পড়ুন-যোগীর নিদান! দু’বার কামড়ালেই ‘যাবজ্জীবন কারাদণ্ড’ কুকুরের
আজ, ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন। অগনিত শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই পৌঁছেছে সোশাল মিডিয়ায়। আজকের এই বিশেষ দিনে ব্যতিক্রম নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রাজনৈতিক বিরোধিতা বা বিদ্বেষ ভুলে প্রতি বছরই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান। গত বছরেও তিনি টুইটবার্তায় শুভেচ্ছা জানান। বলা বাহুল্য, এই বিষয়ে বরাবরই রাজনৈতিক সৌজন্যে দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। ভোট ময়দানে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও , ব্যক্তিগতস্তরে তিনি সকলকেই যোগ্য সম্মান দেওয়ার ক্ষেত্রে খামতি রাখেন নি।
মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi র জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।
Greetings to Hon’ble PM Shri @narendramodi Ji on his birthday.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2025