দিল্লি-কলকাতা জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্থ বাস, গুরুতর আহত ১২

কলকাতা (Kolkata) থেকে দিল্লিগামী ১৯ নম্বর জাতীয় সড়কে বুধবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ে তীর্থযাত্রী বোঝাই বাস।

Must read

কলকাতা (Kolkata) থেকে দিল্লিগামী ১৯ নম্বর জাতীয় সড়কে বুধবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ে তীর্থযাত্রী বোঝাই বাস। গঙ্গাসাগর যাওয়ার পথে হুগলি জেলার গুড়াপের কাছে একটি লরির পিছনে হঠাৎ করেই ধাক্কা মারে বাসটি। সেই সময়ে বাসের মধ্যে ৫৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। মঙ্গলবার রাতে ৫৬ জন তীর্থযাত্রীকে নিয়ে ঝাড়খণ্ডের দেওঘর থেকে গঙ্গাসাগর যাচ্ছিল বাসটি। ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়ে ভোররাতে বাসটি একটি লরির পিছনে ধাক্কা মারে। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে।

আরও পড়ুন-বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে পরিযায়ী শ্রমিকদের সম্মানে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশে খবর দেওয়া হলে আহতদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাস চালানোর সময় বাসের চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। বাসের গতি সেই সময়ে অনেকটাই বেশি ছিল তাই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় একটি কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। তাঁদের খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তাঁদের নিয়ে যাওয়ার জন্য পুলিশ অন্য একটি বাসের ব্যবস্থা করে দিয়েছে।

Latest article