বিজেপি-রাজ্যে মারধর উদ্ধার সংজ্ঞাহীন শ্রমিক, ওড়িশা পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

Must read

সংবাদদাতা, স্বরূপনগর : ফের বিজেপি-রাজ্যে আক্রান্ত বাংলার শ্রমিক (Migrant Worker)। ডবল ইঞ্জিন ওড়িশার রেল স্টেশনে প্রথমে আরপিএফ-এর হাতে নিগৃহীত, তারপর বিজেপি পুলিশের হাতেও আক্রান্ত উত্তর ২৪ পরগনার শ্রমিক। বারবার পরিচয় জানিয়ে, বৈধ নথিপত্র দেখিয়েও কোনও লাভ হয়নি। বরং বাংলা ভাষায় কথা বলার কারণেই ওড়িশায় বিজেপির পুলিশের হাতে রক্তাক্ত হতে হয়েছে বসিরহাটের শ্রমিককে (Migrant Worker)। পরিবারের লোকজন ওড়িশায় গিয়ে খোঁজ করলেও পুলিশ প্রথমে অস্বীকার করে। পরে যদিও স্বরূপনগরের পুলিশ ফোন করে চাপ দিলে ১৫ হাজার টাকা ‘ঘুষ’ খেয়ে আহত শ্রমিককে পরিবারের হাতে তুলে দেয় ওড়িশার গেরুয়া পুলিশ। অচৈতন্য অবস্থায় সেই যুবককে বাংলায় ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা যথেষ্ট সংকটজনক। আক্রান্ত শ্রমিক আশরাফুল সানা (৩৪) স্বরূপনগরের নির্মাণ গ্রামের বাসিন্দা। বেশ কিছুদিন আগে আশরাফুল কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখানে কিছু সমস্যার কারণে গত ১৫ সেপ্টেম্বর ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু ভুলবশত হাওড়া স্টেশন মনে করে ওড়িশার সরলা রোড স্টেশনে নেমে পড়েন তিনি। সেখানে প্রথমে রেল পুলিশ স্রেফ বাঙালি হওয়ার কারণে আশরাফুলকে বেধড়ক মারধর করে স্টেশনে ফেলে রেখে যায়। কোনওমতে মোবাইলে পরিবারকে পুরো ঘটনা জানান আক্রান্ত যুবক। এর মধ্যে বিজেপির পুলিশ এসে তাঁকে নিয়ে যায় এবং আরও একদফা অকথ্য অত্যাচার চালায়। তারপর থেকে আশরাফুলের আর কোনও খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ওড়িশা রওনা দেন। সেখানকার পুলিশকে বিস্তারিত জানিয়ে আশরাফুলের খোঁজ করলে প্রথমে তাঁরা অস্বীকার করে। পরে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করলে তারা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তখন তারা আশরাফুলের খোঁজ দেয়। অচৈতন্য অবস্থায় যখন তাঁকে পরিবারের লোকজন উদ্ধার করে, তখন তাঁর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। বুধবার ভোররাতে ১৫ হাজার টাকা ‘ঘুষ’ খেয়ে খড়গপুর পর্যন্ত পৌঁছে দেয় ওড়িশার পুলিশ। তারপর তাঁকে সড়কপথে বাড়ি নিয়ে এসে গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্যই আক্রান্ত হতে হয়েছে আশরাফুলকে। ভিন রাজ্যে তাঁকে নির্মমভাবে মারা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের শাস্তি চেয়ে এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- বৃষ্টিতে বিপর্যস্ত ক্রান্তি, দুর্গতদের পাশে তৃণমূল

Latest article