উনিশ বছর পরে মহালয়ার (Mahalaya) অনুষ্ঠানে গান গাইবেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। আগামী ২১ সেপ্টেম্বর কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের উদ্যোগে মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে ‘জাগো দুর্গা’। সেখানেই সঙ্গীত পরিবেশন করবেন কবীর সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ। এই অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু, মৌনীতা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-বিজেপি-রাজ্যে মারধর উদ্ধার সংজ্ঞাহীন শ্রমিক, ওড়িশা পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
এই বছর মহালয়ার অনুষ্ঠানে প্রায় উনিশ বছর পর কলকাতায় সঙ্গীত পরিবেশন করবেন আরতি মুখোপাধ্যায়। এই নিয়ে শিল্পীর অনুরাগীরা বেশ খুশি। তিনি নিজেও জানিয়েছেন এই শহর তাঁর প্রাণের শহর, গানের শহর। মহালয়ার দিনে গান গাইতে আসছেন ভেবে খুব ভালো লাগছে। শহর থেকে দূরে থাকলেও এই শহরের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন।
আরও পড়ুন-বৃষ্টিতে বিপর্যস্ত ক্রান্তি, দুর্গতদের পাশে তৃণমূল
রেডিয়োতে মহালয়ার দিনে থাকে বাঙালির আবেগ। সেই সময়ে যে সকল কিংবদন্তি শিল্পী অনুষ্ঠান করেছিলেন, তাঁদের অধিকাংশই আজ আর নেই। সেই সময়ে বহু কাজ করেছেন আরতি মুখোপাধ্যায়ও। এবার তাঁর স্মৃতির পাতা থেকে নতুন অভিজ্ঞতার আশায় সংগীতপ্রেমীরা। খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীরা শুধুই তাঁর অপেক্ষায় আছে। তবে এত বছর পর নতুন করে শিল্পীকে পাওয়ার আমেজ যে একেবারেই আলাদা হবে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।