প্রতিবেদন : শতবর্ষে টালা প্রত্যয়ের দুর্গাপুজোয় ধনধান্যে ভরে মা এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে থিম সং-এ মাকে ভালবাসার মন্দিরে বরণ করার আহ্বান জানালেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার টালা প্রত্যয়ের পুজোর থিম সং লঞ্চ হল কোয়েস্ট মলে। এবারের থিম সং-টি মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গেয়েছেন রাজ্যের মন্ত্রীর বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। গানটির লঞ্চে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, অনির্বাণ চক্রবর্তী-সহ বিশিষ্টরা।
আরও পড়ুন-ভয়ানক! ভারতীয় সেনাছাউনি উড়িয়ে দেওয়ার প্ল্যান করে পঞ্জাবের পড়ুয়া
টালা প্রত্যয়ের পুজো এবার শতবর্ষে পদার্পণ করল। এবারের থিম ‘বীজ অঙ্গন’। সেই থিমের সঙ্গে সাযুজ্য রেখেই থিম সং রচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন— ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে… পূর্ণ শস্য ভাণ্ডার, শস্য সবুজ কারিগর… ধন্য হোক, পূর্ণ হোক…। গানের শেষ লাইনে তিনি লিখেছেন— বরণ করো বরণ করো তারে ভালবাসার মন্দিরে… জয় মা। শুধু কথাই নয়, গানে সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এবারের টালা প্রত্যয়ে পুজোর মূল ভাবনা ঘিরে রয়েছে খাদ্য ও বীজের বিবর্তন। এই থিমটির নামও দিয়েছেন মুখ্যমন্ত্রী। টালা প্রত্যয়ের মেন্টর ধ্রুবজ্যোতি বসু বলেন, ১০০ বছর মানে এক ঐতিহাসিক মুহূর্ত। সেই সময় দাঁড়িয়ে আমরা তুলে ধরছি এমন এক বিষয়, যা আজকের সমাজ, রাজনীতি ও মানবিক অস্তিত্বের সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রী এবার ১ লক্ষ ১০ হাজার টাকা পুজো অনুদান ঘোষণা করেছেন। এ বিষয়ে ধ্রুবজ্যোতি বলেন, এই উদ্যোগ আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা এই অনুদান জনহিতেই কাজে লাগাই। ‘বীজ অঙ্গন’ থিমে তৈরি প্যান্ডেলে দেখা যাবে বীজ থেকে খাদ্য হয়ে ওঠার শিল্পভিত্তিক উপস্থাপনা। বর্তমানে কাজ চলছে জোরকদমে। কাজে যুক্ত রয়েছেন প্রায় ২০০ জন শিল্পী ও কারিগর। পুজোর চারদিন দর্শনার্থীদের ভিড় সামলাতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।