ইভিএমে থাকবে প্রার্থীর রঙিন ছবি

ইভিএমে (EVM) এবার থেকে রঙিন ছবি থাকবে প্রত্যেক প্রার্থীর। বছর শেষে বিহার বিধানসভা নির্বাচনেই চালু হবে এই নিয়ম।

Must read

পাটনা: ইভিএমে (EVM) এবার থেকে রঙিন ছবি থাকবে প্রত্যেক প্রার্থীর। বছর শেষে বিহার বিধানসভা নির্বাচনেই চালু হবে এই নিয়ম। তারপরে দেশের প্রতিটি নির্বাচনেই। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানাল নির্বাচন কমিশন। এতদিন ইভিএমে প্রার্থীদের সাদা-কালো ছবি থাকত। এবার সেই ছবি হবে রঙিন।

আরও পড়ুন-জন্মদিনে লজ্জাজনক স্তুতি মোদিকে, নিশানা বিরোধীদের

শুধু তাই নয়, আগের চেয়ে অনেকটা বেশি জায়গা জুড়ে থাকবে সেই ছবি। যাতে খুব সহজেই চেনা যায় প্রার্থীকে। বুধবার সব মিলিয়ে মোট ৭ দফা নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের ক্রমিক নম্বরও এবার থেকে আরও বড় এবং স্পষ্ট হবে। ভোটারা যাতে সহজে দেখতে পান, তার জন্য ‘নোটা’ নম্বরও বড় হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকবে। প্রত্যেক প্রার্থীর নামই লেখা হবে একই ধরনের অক্ষরে, একই মাপে এবং একই হরফে। ব্যবহার করা হবে গোলাপি রঙের কাগজ।

Latest article