লখনউ: মনে হতেই পারে অবিশ্বাস্য। কিন্তু সত্যিই এমন ঘটেছে যোগীরাজ্যে। একই বাড়ি থেকে ভোটার তালিকায় নাম উঠেছে ৪০০০ জনের। একই ঠিকানায় এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের মাহোবা। মানে ভুতুড়ে ভোটারের ব্যাপারে বিজেপি-নীতীশের বিহারকেও টেক্কা দিল যোগীরাজ্য।
আরও পড়ুন-ইভিএমে থাকবে প্রার্থীর রঙিন ছবি
এই ঘটনায় বিজেপি এবং কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। প্রশ্ন তুলেছেন, এসআইআরের তাহলে অর্থ কী। নির্বাচন কমিশন তা হলে নিবিড় সংশোধন করছে কেন? আসলে সমাজবাদী পার্টি এবং অন্যান্য বিরোধী দল প্রথম থেকেই যে অভিযোগ জানিয়ে আসছে, তা নিয়ে কোনও ব্যবস্থাই নেয়নি নির্বাচন কমিশন। অখিলেশের শ্লেষাত্মক মন্তব্য, নির্বাচন কমিশনকে বিজেপি আসলে ‘জুগাড় আয়োগে’ পরিণত করেছে।