রাজ্যের লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন দুই প্রাক্তন বিচারপতি, বিধানসভায় স্পিকারের সঙ্গে বৈঠক সিদ্ধান্ত চূড়ান্ত করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের লোকায়ুক্ত হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টেরই প্রাক্তণ বিচারপতি জোতির্ময় ভট্টাচার্য।
আরও পড়ুন-বিহারে কারখানায় বিস্ফোরণ, মৃত ১০
সোমবার বিধানসভায় অধ্যক্ষের ঘরে বিমান বন্দোপাধ্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনে দুই প্রাক্তণ বিচারপতির নিয়োগ চূড়ান্ত হয়ে যায়৷ বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি এদিনের বৈঠকে আসতে পারেননি। তবে বাড়ি থেকেই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি।
আরও পড়ুন-ওমিক্রনের মোকাবিলায় প্রস্তুত রাজ্য স্বাস্থ্য দফতর
রীতি অনুযায়ী এই নিয়োগ সংক্রান্ত বিষয়টি পাঠানো হবে রাজ্যপালের কাছে। স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানান, রীতিমাফিক আমরা পাঠাবো তবে আইন অনুযায়ী রাজ্যপালের আর কিছু করার নেই। সই করা ছাড়া। এর মাঝেই পাশে বসা মুখ্য মুখ্যমন্ত্রী বলেন, এটা কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী হয়েছে। স্পিকারও আইনের ধারা উল্লেখ করে বলে দেন এই ধরনের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার, বিধানসভার এক্তিয়ার সর্বোচ্চ। এর অন্যথা চলে না। যদি রাজ্যপাল সেরকম কিছু করেন তাহলে তা হবে আইন বিরুদ্ধ।