প্রতিবেদন : বুধবারের ৩ ঘণ্টা ভোগান্তির রেশ কাটেনি এখনও। তার মধ্যেই গ্রিন লাইনের মেট্রোয় ফের বিদ্যুৎ-বিভ্রাট! বৃহস্পতিবারও ব্যস্ত অফিসটাইমে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে যান্ত্রিক ত্রুটিতে প্রায় একঘণ্টা স্তব্ধ রইল মেট্রো চলাচল। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের জন্য থমকে গেল গ্রিন লাইনের মেট্রো। কলকাতা মেট্রোর এই নয়া রুট যেন মানুষকে সুবিধার বদলে যন্ত্রণা দেওয়ার জন্যই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী! একেই পুরনো ব্লু লাইনে ভোগান্তির শেষ নেই। স্টেশনে-স্টেশনে মেট্রো আসার ক্ষেত্রে সময়ের কোনও ঠিক-ঠিকানা নেই। নেই নিরাপত্তা-নজরদারিও। প্রকাশ্য-দিবালোকে মেট্রো স্টেশনে খুনখারাপিও সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। তার মধ্যে এবার নয়া গ্রিন লাইনে প্রতিদিনই বিদ্যুৎ-বিভ্রাট কিংবা সিগন্যাল-বিভ্রাটে থমকে যাচ্ছে পরিষেবা। প্রতিদিনই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে অফিসযাত্রীদের। কে নেবে এই অব্যবস্থার দায়?
আরও পড়ুন-কুর্মি-অবরোধ, কড়া নির্দেশ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ একেবারে চূড়ান্ত অফিস টাইমে হঠাৎই গ্রিন লাইনে ঘোষণা, যান্ত্রিক ত্রুটির জন্য হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে! ব্যস্ত সময়ে তখন হাওড়া স্টেশন, এসপ্ল্যানেড, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অফিসযাত্রীদের ভিড় উপচে পড়ছে। তার মধ্যেই হঠাৎ বন্ধ মেট্রো! অকেজো ব্যাগ চেকিং কাউন্টার, স্মার্ট গেট। ডিসপ্লে বোর্ডে নেই পরবর্তী মেট্রোর সময়। কখন ফের পরিষেবা চালু হবে, কেউ জানে না। বুধবারও এইভাবে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে সিগন্যালিংয়ের সমস্যা তৈরি হয়ে প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। এদিনও মেট্রো প্রায় একঘণ্টা থমকে যাওয়ায় অব্যাহত মেট্রো-যন্ত্রণা।