খারাপ সময় চলছে! ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ দীপিকা

Must read

খারাপ সময় যাচ্ছে বলি তারকা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। জল্পনা চলছিলই। তাতে সিলিমোহর পড়ল। দীপিকাকে কল্কির সিক্যুয়ালে দেখা যাবে না বলেই বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন বিগ বাজেটে এই সিনেমার নির্মাতারা।

সামাজিক মাধ্যমে সিনেমার নির্মাতারা জানিয়েছেন, “আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, যে দীপিকা পাড়ুকোন আর ‘কল্কি ২৮৯৮ এডি ২’-এর অংশ হচ্ছে না।” দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে কেন বাদ দেওয়া হল, সেই কারণ অবশ্য জানায়নি নির্মাতা সংস্থা। তবে বৈজন্তি মুভিজের এক্স পোস্টে দায়বদ্ধতার কথা উল্লেখ রয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে, দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টার বেশি শিফট না করার মন্তব্যের কারণেই তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’-র নির্মাতারা।

আরও পড়ুন-যৌনহেনস্থার দায়ে কারাদণ্ড, লন্ডনের বাম চিকিৎসকের অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর সভা ভন্ডুল করতে গিয়েছিলেন এই গুণধর

দিন কয়েক আগে সন্দীপ রেড্ডির স্পিরিট থেকেও বাদ পড়েন দীপিকা। তখন সন্দীপের অভিযোগ ছিল, দীপিকা ৮ ঘণ্টার বেশি শিফট না করা এবং মাত্রাতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছিলেন। যদিও সে সময়ে দীপিকার পাশে দাঁড়ান বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী। তাঁরা সকলেই ৮ ঘণ্টা শিফটের দাবিকে ন্যয্য বলে মনে করছেন।

স্পিরিট ছবিতেও নায়কের ভূমিকায় প্রভাস। আবার কল্কিতেও রয়েছেন তিনি। জল্পনা রয়েছে প্রভাসের সঙ্গে অশান্তিতে জড়িয়েছিলেন অভিনেত্রী। তারই খেসারত দিতে হচ্ছে দীপিকাকে? এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি দীপিকার তরফে।

Latest article