লজিস্টিককে শিল্পের মর্যাদা, নতুন কর্মসংস্থানের আশা রাজ্যে

Must read

পর্যটনের পর এবার লজিস্টিককে (Logistics) শিল্পের মর্যাদা দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সরকারের দাবি, এর ফলে রাজ্যে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

অনলাইনে কেনাকাটার চাহিদা দ্রুত বাড়ায় লজিস্টিক (Logistics) পরিষেবার গুরুত্ব আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে হওয়ায়, উত্তর-পূর্ব ভারতে ব্যবসার ক্ষেত্র বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক মানের একাধিক সংস্থা এই রাজ্যে লজিস্টিক খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। ইতিমধ্যেই আমাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা রাজ্যে বড় বড় ওয়ারহাউস তৈরি করেছে। হরিণঘাটায় ফ্লিপকার্ট তাদের লজিস্টিক হাব গড়ে তুলেছে, হুগলিতে বিনিয়োগ করছে আমাজন। কলকাতা বর্তমানে দেশের অন্যতম বড় লজিস্টিক কেন্দ্র হিসেবে উঠে আসছে।

আরও পড়ুন- খারাপ সময় চলছে! ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ দীপিকা

প্রশাসনের মতে, লজিস্টিককে শিল্পের মর্যাদা দেওয়া হলে বিনিয়োগকারীরা সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ পাবেন, পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। ২০২৩ সালে রাজ্য সরকার ইতিমধ্যেই লজিস্টিক নীতি তৈরি করেছিল। এবার শিল্পের মর্যাদা দেওয়ায় খাতটিকে আরও গতি দেবে বলেই আশা করা হচ্ছে।

দিনের মন্ত্রিসভার বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর আর্থিক করিডরের আশেপাশে শিল্প স্থাপনের জন্য শিল্প উন্নয়ন নিগমকে ২০০ একর জমি দেওয়া হচ্ছে। পাশাপাশি, নিউ টাউন কলকাতা উন্নয়ন সংস্থায় ১৫টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।

Latest article