টুকরো খবর

Must read

রক্তবীজ ২-এর ট্রেলার লঞ্চ
পরিচালক যখন নন্দিতা-শিবপ্রসাদ তখন সেই ছবির গল্প, চরিত্র, গান এবং প্রচার সবেতেই ‘টুইস্ট’ তো থাকবেই। আগে থেকে ঘোষণা করার পরেও গত মঙ্গলবার আলিপুর বডিগার্ড লাইনে দেখতে পাওয়া গেল না তাঁদের ছবি ‘রক্তবীজ ২’-এর (Raktabeej 2) ট্রেলারের ঝলক। এখানেই ছিল চমক। পরিচালক শিবপ্রসাদ জানান, অনুষ্ঠানে একটা প্রিভিউ ট্রেলার দেখানো হবে। বিশ্বকর্মা পুজোর দিনটি চলচ্চিত্র জগতের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সকাল দশটায় ডিজিটাল প্ল্যাটফর্মে আসবে ‘রক্তবীজ ২’-র (Raktabeej 2) ট্রেলার। কথা মতোই পরের দিন জমজমাট ট্রেলার জনসমক্ষে। এদিন অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে উপস্থিত জয়েন্ট কমিশনার অফ পুলিশ থেকে শুরু করে ডেপুটি কমিশনার। এখন শুধু ছবিটি মুক্তির অপেক্ষা। ছবি : শুভেন্দু চৌধুরী

লক্ষ্মীকান্তপুর লোকাল
সামনেই পুজো তাই শহর কলকাতায় এখন সিনেমার মহোৎসব। সম্প্রতি কলকাতার সাউথ সিটি মলে প্রকাশিত হল ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির পোস্টার এবং ফার্স্ট লুক। ছবির প্রযোজক অ্যাঞ্জেল ক্রিয়েশন এবং নিবেদনে সঙ্গীতা সিনহা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক সঙ্গীতা সিনহা, পরিচালক রামকমল মুখোপাধ্যায়-সহ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ। শহরের তিনটি ভিন্ন স্থানে বসবাসকারী তিন দম্পতি এবং তাঁদের গৃহকর্মীদের নিয়ে ছবির প্লট তৈরি হয়েছে। ছবি : শুভেন্দু চৌধুরী

আরও পড়ুন-নির্বিঘ্নেই হবে দুর্গোৎসব, একাধিক নির্দেশিকা মুখ্যমন্ত্রীর

দুর্গা পুজোর নাচে গানে
পুজো আসা মানেই নতুন ছবি, নতুন, নতুন গান, নতুন বাজনা। বেঙ্গলি ক্লাব ইউ এস আয়োজিত নিউইয়র্ক টাইমস স্কোয়্যারে দুর্গাপুজোর জন্য এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’-এর তরফে এবং সেতু দ্য ব্রিজের সহায়তায় লঞ্চ করলেন একটি মিউজিক ভিডিও যার থিম ‘দুর্গা এল দুর্গা এলো টাইম স্কোয়্যার চলো’। পরিচালক মীর মহঃ ফালাক। গানের কথা ও সুরে সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় এবং জোজো মুখোপাধ্যায়। এই মিউজিক ভিডিওতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও রয়েছেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক, সঙ্ঘমিত্রা সিনহা মিত্র, সৌরভ চক্রবর্তী, ঈশান মজুমদার প্রমুখ।

Latest article