ঢাকা: ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে (durga puja- bangladesh) সংখ্যালঘু নির্যাতন বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে। নিরাপত্তার অভাব বোধ করছেন সংখ্যালঘুরা। রেহাই নেই ধর্মস্থানেরও। উদ্বেগ ছড়াচ্ছে আন্তর্জাতিক স্তরেও। ঝড় উঠেছে নিন্দার। এই পরিস্থিতিতে এবার কি ড্যামেজ কন্ট্রোলে নামছে ইউনুস সরকার? দুর্গাপুজোর (durga puja- bangladesh) মুখে মিলেছে সে ইঙ্গিতই। দুর্গাপুজো উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, এবছর দুর্গাপুজোর অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি করা হয়েছে। অর্থাৎ গতবারের তুলনায় এবছর এক কোটি টাকা বাড়ানো হচ্ছে সরকারি অনুদান। তাঁর দাবি, গত ১৫ বছর এই অনুদানের অঙ্ক ছিল ২ কোটি টাকা। এখানেই শেষ নয়, পুজো নির্বিঘ্নে করার জন্য চালু করা হয়েছে একটি নতুন অ্যাপও। কোথায় কী ঘটছে এবং কোথায় কোন মণ্ডপ, তা দেখা যাবে এই অ্যাপের মাধ্যমেই। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, বাংলাদেশে এবারে পুজোর সংখ্যা গত বছরের তুলনায় বেশি।