নয়ডা কালীবাড়ির পুজোয় এবার কেদারনাথ মন্দির

Must read

সুদেষ্ণা ঘোষাল, নয়ডা: থিম না সাবেকিয়ানা? দুর্গাপুজো করতে নেমে কোন পথে হাঁটবেন তাঁরা? বাংলার বিভিন্ন প্রান্তে চলতে থাকা এই প্রতিযোগিতার রেশ পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকাতেও৷ এরই মাঝে গত চার দশক ধরে থিম নির্ভর পুজো করে সাড়া ফেলে দিয়েছে দিল্লি লাগোয়া নয়ডা কালীবাড়ি৷ এবারে ৪৩ তম বছরে নয়ডা কালীবাড়ির পুজোর (noida kalibari durga puja) থিম কেদারনাথ মন্দির৷ বিভিন্ন কারণে যাঁরা আসল কেদারনাথ মন্দির দর্শন করতে পারেননি, তাঁদের সবার ক্ষেত্রেই দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ করে দেওয়ার জন্যই নয়ডা কালীবাড়ির এই আয়োজন৷ বাংলা থেকে আসা শিল্পীরা তাঁদের নিপুণ হাতের কাজে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন পুজো মণ্ডপকে৷ এখানকার প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া, যেখানে ডাকের সাজের এক চালার মাতৃমূর্তি দর্শনার্থীদের মন ভরিয়ে দেবে বলেই দাবি পুজো উদ্যোক্তাদের৷ ১৭ ফুট উঁচু এই মাতৃমূর্তি তৈরি করা হচ্ছে দিল্লিতেই৷ নয়ডার সব থেকে পুরনো এই দুর্গাপুজোর প্রতিদিনই থাকে পেটভরে ভোগ খাওয়ার ব্যবস্থা৷ আপামর দর্শনার্থীরা মায়ের প্রসাদ পেয়ে থাকেন সারিবদ্ধভাবে৷ যদি কেউ মায়ের জন্য আলাদা ভাবে ভোগ নিবেদন করতে চান, তাহলে তাঁদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা৷ প্রতিবারের মতো এবারেও থাকছে মায়ের অঞ্জলির ব্যবস্থা, যেখানে আট থেকে আশির সবাই এই অঞ্জলিতে অংশ নিতে পারবেন৷ দুর্গাপুজো মানেই বাঙালির পেটপুজো৷ সেই বিষয়টি মাথায় রেখেই নয়ডা কালীবাড়ির পুজো মণ্ডপ প্রাঙ্গণে থাকে হরেক রকমের খাবারের স্টল৷ সঙ্গে থাকে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করে থাকেন দিল্লি, বাংলা এবং মুম্বইয়ের নামীদামি শিল্পীরা৷ পুজো কমিটির সহসভাপতি অনুপম বন্দ্যোপাধ্যায় জানান, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, নয়ডার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের মনোরঞ্জন করাই তাদের মূল উদ্দেশ্য৷ এই পুজো কমিটির তরফে নয়ডা, গ্রেটার নয়ডার পুজো (noida kalibari durga puja) কমিটিগুলির মধ্যে ‘জাগো দুর্গা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সেরাদের জন্য থাকে বিশেষ পুরস্কার৷

আরও পড়ুন-আটলান্টার উমা আরাধনায় বাংলার আদিবাসী মহিলাদের হস্তশিল্পের ছোঁয়া

Latest article