হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল মুখ্যমন্ত্রীর কর্মসূচির। দেরিতে নয় কালই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে তিনদিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ারও কথা তাঁর।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। সেই কারণেই একদিন এগোনো হয়েছে মুখ্যমন্ত্রীর সফরসূচি।
জানা গিয়েছে মঙ্গলবার ২৮ ডিসেম্বর বেলা আড়াইটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে রওনা হবেন। গঙ্গাসাগর (Gangasagar) পৌঁছবেন ৩টে নাগাদ।ওইদিনই কপিল মুনির আশ্রমে পুজো দিতে পারেন বলে সূত্রের খবর।
সোমবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, মকর সংক্রান্তিতে হতে চলা গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন। ২৮-৩০ ডিসেম্বরের সাগর-সফরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কোভিডকালে গঙ্গাসাগর মেলায় কীভাবে সংক্রমণ আটকানো যায় সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের কাছে। তীর্থযাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও দেখতে হচ্ছে।