ফের গুজরাতে মৃত্যু বাংলার শ্রমিকের

Must read

মোদির রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাঙালি শ্রমিকের (Bengali Migrant worker)। মালদহ বৈষ্ণবনগর থানার ভাঙ্গাটোলা গ্রামের বাসিন্দা শ্যামনাথ সিংহ(২৪) গুজরাতের আহমেদাবাদে বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। অভিযোগ, বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যামনাথের প্রাণহানি হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন শ্যামনাথ। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবারের সদস্যরা।

মাত্র তিন মাস আগে আহমেদাবাদ গিয়েছিলেন শ্যামনাথ। মৃতের বাড়িতে রয়েছে তাঁর স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ বাবা-মা। মৃতের স্ত্রী কল্পনা সিংহ বলেন, এভাবে শ্যামনাথের মৃত্যুর কথা মেনে তেই পারছেন না তিনি। এখন কীভাবে সংসার চলবে সেই নিয়ে চিন্তায় মৃতের স্ত্রী।

আরও পড়ুন-জোর ভূমিকম্প রাশিয়া, ইন্দোনেশিয়ায়! পরপর আফটারশকে সুনামি সতর্কতা জারি

বিজেপিশাসিত প্রতিটি রাজ্যে বাঙালিদের (Bengali Migrant worker) হেনস্থা-অপমান চলছে। রীতিমতো বিজেপিশাসিত রাজ্যগুলিতে অত্যাচারিত হচ্ছেন বাঙালি শ্রমিকরা। শুধু অত্যাচারিত নন মৃত্যুর ঘটনাও ঘটছে। এবার ফের বাংলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে প্রশ্ন উঠছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে আর কত বাংলার শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটবে?

Latest article