প্রতিবেদন : পুজোর (Durga Puja) মুখে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি। মহালয়াও বৃষ্টি ভেজা হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৫ সেপ্টেম্বরের আগে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। শুক্রবার সকালের দিকে খানিকটা রোদ থাকলেও বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দেখা যায় সর্বত্র। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বেশি বৃষ্টি হয়েছে। শনিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মহালয়ায় আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কিন্তু দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। রবিবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
আরও পড়ুন-পর্যুদস্ত রাম-বাম, তৃণমূল পেল বাঁকুড়ার আরও এক সমবায়