প্রতিবেদন : আরও ভাল বিদ্যুৎ পরিষেবা দিতে তৎপর দফতর। এই লক্ষ্যেই শুক্রবার চালু হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার সল্টলেক স্টেডিয়াম ১৩২ কেভি জিআই সাব স্টেশনের কন্ট্রোল রুম (Sub-station control room) বিল্ডিং। সূচনা করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সূচনার পর মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই সাব-স্টেশনের বিদ্যুৎ সংবহন ক্ষমতা ১৮৬.৩ এমভিএ। সাব-স্টেশনটি সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন অঞ্চলের প্রায় ১ লক্ষ সাধারণ বিদ্যুৎ গ্রাহক, মেট্রোরেল, আইটি সেক্টর এবং শিল্প বাণিজ্য ক্ষেত্রের বিদ্যুৎ পরিষেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রসঙ্গত, শহরে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশে নারীদিবসে মহিলা পরিচালিত সল্টলেকের এই সাব স্টেশন (Sub-station control room) চালু করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন-পর্যুদস্ত রাম-বাম, তৃণমূল পেল বাঁকুড়ার আরও এক সমবায়