প্রতিবেদন : ১৩ দিনের লুকোচুরি শেষে পুলিশের জালে হরিদেবপুর গণধর্ষণ-কাণ্ডের (haridevpur gang rape case) অন্যতম মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দেশপ্রিয় পার্কের কাছে অভিযান চালিয়ে দেবাংশুকে গ্রেফতার করেন হরিদেবপুর (haridevpur gang rape case) থানার তদন্তকারী অফিসাররা। ৫ সেপ্টেম্বর রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টির নাম করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দুই যুবকের বিরুদ্ধে। তার মধ্যে এক অভিযুক্ত চন্দন মল্লিককে বর্ধমান স্টেশন থেকে পুলিশ গ্রেফতার করে ১০ সেপ্টেম্বর। কিন্তু ঘটনার পর থেকে পলাতক ছিল আর-এক অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। পরিবারের তরফে বারবার তদন্তে অসহযোগিতা করা হচ্ছিল। কিন্তু তদন্তকারীরা ক্রমাগত অভিযুক্তের মায়ের উপর নজর রেখেছিল। তার পরই বৃহস্পতিবার রাতে দেশপ্রিয় পার্কের কাছে মায়ের সঙ্গে গোপনে দেখা করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে দেবাংশু।