মণ্ডপে নয় মোদির ছবি, দিল্লির পুজো কমিটিগুলির গণবিদ্রোহ

Must read

প্রতিবেদন : দুর্গা পুজোর (delhi durga puja) মণ্ডপে প্রতিমার পায়ের কাছে নরেন্দ্র মোদির ছবি রাখতে হবে! দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ফতোয়া মানব না বলে জানিয়ে দিল দিল্লির দুর্গা পুজো কমিটিগুলি। ফলে এই আপত্তিকর ফতোয়া জারি করেও পুজো কমিটির সম্মিলিত চাপের কাছে ব্যাকফুটে যেতে বাধ্য হল দিল্লি প্রশাসনকে। আদতে মুখ পুড়ল বিজেপির। এমনকী দিল্লি প্রশাসনের এই ফতোয়ার বিরোধিতা করেছে দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি পুজো কমিটিও। বহু বছরের পুরনো এবং অন্যতম বড় এই পুজোর কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনও অবস্থাতেই মায়ের মণ্ডপে তাঁরা নরেন্দ্র মোদির ছবি রাখবেন না। একই কথা জানিয়েছে অন্যান্য দুর্গা পুজো কমিটিগুলিও। আর এসব দেখে-শুনে হতভম্ব রেখা গুপ্ত এবং তাঁর সাঙ্গোপাঙ্গরা। উদ্ধত্য কোন চরমে পৌঁছলে তবে এই ধরনের ফরমান বা ফতোয়া জারি করা যায় তা ভেবেই অবাক হচ্ছেন পুজো কমিটির সঙ্গে জড়িত সকলে। তাদের বক্তব্য পুজোর মণ্ডপে নরেন্দ্র মোদির ছবি রাখতে হবে এ আবার কেমন কথা! পুজো পুজোর জায়গায় রাজনীতি তার জায়গায়। এই ধরনের ফতোয়া মানার কোনও প্রশ্নই নেই। গোটা বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের এই আপত্তিকর ফরমানে দিল্লি (delhi durga puja) জুড়ে প্রচণ্ড বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি মুখে যতই নিজেদের হিন্দুদের দল বলুক না কেন, তা আসলে ভোটের জন্য। কার্যক্ষেত্রে তারা কতটা রাজনীতিকরণ এবং গৈরিকীকরণ করতে আগ্রহী এটাই তার জলজ্যান্ত উদাহরণ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুজো পুজোর জায়গায় রাজনীতি তার জায়গায়। পুজোর মধ্যে রাজনীতি আসবে কেন? সমস্ত পুজো কমিটিকে ধন্যবাদ— তাঁরা দিল্লির মুখ্যমন্ত্রীর এই আপত্তিজনক ফতোয়াকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন তাঁদের নমস্কার জানাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করেন। কই তিনি তো কখনও বলেননি তাঁর ছবি মণ্ডপে রাখতে! এই নরেন্দ্র মোদি এবং বিজেপি বলত বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না অথচ আজ তাদের অবস্থা দেখুন! ভণ্ডকে নিজেদের ছবি রাখতে হচ্ছে তার ফরমান জারি করতে হচ্ছে! বিজেপি-নরেন্দ্র মোদি এরা ইতিহাস ভুলিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের আগেকার সমস্ত প্রকল্পের নাম বদলে দিচ্ছে। নিজের নামে স্টেডিয়াম তৈরি করছে। পাঠ্যপুস্তকে নিজের নামে সমস্ত কিছু ঢুকিয়ে দিচ্ছে। আর এখন চরম ঔদ্ধত্যে নরেন্দ্র মোদির ছবি দুর্গাপুজোর মণ্ডপে রাখতে ফতোয়া জারি করছে। এটাই হল বিজেপির আসল চেহারা।

আরও পড়ুন-বাড়ি বাড়ি সার্ভের নামে তথ্য পাচার, বিজেপির চক্রান্ত ফাঁস, বাসন্তীতে জালে তরুণী

Latest article