ভয়াবহ সাইবার হানা ইউরোপে! বিপর্যস্ত বিমান পরিষেবা, নাকাল যাত্রীরা

Must read

ইউরোপ বড় বড় দেশের বিমানবন্দরে সাইবার হানা (Massive cyberattack) ব্যাহত উড়ান পরিষেবা লন্ডনের হিথরো, বেলজিয়ামের ব্রুসেলস, জার্মানির বার্লিনের বিমানবন্দরে ব্যাহত পরিষেবা বাতিলের তালিকায় বহু বিমান বেশ কিছু বিমান আবার দেরিতে চলছে

যাত্রীরা যাতে হাতে সময় নিয়ে বিমানবন্দরে আসেন সেই ঘোষণাও ইতিমধ্যে করা হয়েছে পাশাপাশি এয়ার লাইন্সের অ্যাপে নজর রাখতে বলা হয়েছে যাতে কোনও বিমান বাতিল হচ্ছে কিনা তা বোঝা যায় সংশ্লিষ্ট বিমানবন্দরগুলিতে চেক ইন ও বোর্ডিংয়ে (Massive cyberattack) সমস্যা দেখা দিচ্ছে এই কারণে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা

আরও পড়ুন-বন্ধুত্বের পরিণাম শুল্ক-H1B ভিসা! বিদেশি কর্মী নিয়োগে লাগবে ১ লক্ষ ডলার, নির্দেশ ট্রাম্পের

কোলিনস এরোস্পেস কোম্পানির উপর সাইবার হানা হয়েছে। এই কোম্পানি বিশ্বের একাধিক এয়ারলাইন্সের চেক ইন ও বোর্ডিং ব্যবস্থা দেখে। তাদের ওয়েবসাইটেই প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে। কাজ করা বন্ধ করে দিয়েছে সফ্টওয়্যার। বাধ্য হয়েই ম্যানুয়ালি গোটা পরিষেবা দিচ্ছে অনেক এয়ারপোর্ট। কোলিনস এরোস্পেসের তরফে জানানো হয়েছে, সমস্ত সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এদিকে বিশ্বের বড় বড় বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হওয়ায় চাপ অনেকটাই বেড়ে গিয়েছে।

Latest article