প্রতিবেদন : রাত পোহালেই মহালয়া (Mahalaya)। তবে পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের কাঁটায় এবার শারদোৎসবে বাংলা ভাসাবে বৃষ্টি ‘অসুর’! শনিবার সকাল থেকেই তার ‘ট্রেলার’ দেখাতে কলকাতার আকাশে জমেছে সিঁদুরে মেঘ। সমানে চলছে আকাশ কাঁপানো বিদ্যুতের গর্জন আর ঝিমঝিম বৃষ্টি।
আরও পড়ুন-সময়াভাবে আরও কয়েক হাজার পুজোর সূচনা করতে পারলেন না মুখ্যমন্ত্রী, ৩ হাজার উদ্বোধনের রেকর্ড
রবিবার মহালয়ার সকালে তেমন সম্ভাবনা না থাকলেও দুপুরের পর কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে। উপকূলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার পর্যন্তই বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যের দক্ষিণে। তারপর বৃষ্টি কিছুটা কমলেও একেবারে নিস্তার নেই। হাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে পুজোর বাজারে চতুর্থী থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। অষ্টমী থেকে আরও বাড়বে ভারী বৃষ্টির আশঙ্কা।