প্রতিবেদন : এবার ৩ হাজারের বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (chief minister)। বহু আবেদন থাকলেও সময়াভাবে মুখ্যমন্ত্রী কয়েক হাজার পুজোর উদ্বোধন করতে পারেননি। তাঁর লেখা ও সুরে দু’টি সিডি প্রকাশিত হবে আগামিকাল। অ্যালবামে গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা, রাঘব, শ্রীরাধা, তৃষা প্রমুখ।
আরও পড়ুন-পুজোয় অসুর বৃষ্টি চতুর্থী থেকে দুর্যোগ
পুজোর গানের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, আগে পুজোর গানের অ্যালবাম বের হত। এখন সেসব কার্যত উঠে গিয়েছে। এখন সকলে থিম সং তৈরি করে। এ-প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের জন্য প্রায় ১১ বছর ধরে গান লেখা ও সুর করার কথা বলেন। মুখ্যমন্ত্রী গান লেখার নানা গল্পের কথা বলছিলেন শ্রীভূমির পুজো প্যান্ডেল উদ্বোধনে। মানুষ শুনছিলেন অনেক না-জানা কথা