কুড়মি আন্দোলনে প্রভাবহীন জনজীবন

সকাল থেকেই জেলার সমস্ত রুটে বাস পরিষেবা চালু ছিল। ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা হয়নি।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম: আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের কোনও প্রভাবই পড়েনি ঝাড়গ্রামে। শনিবার সকাল থেকেই ঝাড়গ্রাম শহর-সহ জেলার সর্বত্র জনজীবন একেবারে স্বাভাবিক ছিল। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধের চেষ্টা করলেও ট্রেন চলাচল ব্যাহত করতে পারেনি আন্দোলনকারীরা।

আরও পড়ুন-পাড়া শিবিরে প্রবীণ বাম নেতার গলায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা

অন্যদিকে, ঝাড়গ্রাম স্টেশনেও স্বাভাবিকভাবেই সব ট্রেনে যথারীতি মানুষের ওঠা–নামা চলে। আদালতের নির্দেশ মেনে সক্রিয় ভূমিকা নেয় জেলা পুলিশ ও রেল পুলিশ। স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়। সকাল থেকেই জেলার সমস্ত রুটে বাস পরিষেবা চালু ছিল। ফলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা হয়নি।

Latest article