স্মৃতির কীর্তির দিনে সিরিজ হার ভারতের

বিশ্বকাপের সপ্তাহ দুয়েকও বাকি নেই। তার আগে স্মৃতি মান্ধানার স্বপ্নের ফর্ম স্বস্তি দিতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।

Must read

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : বিশ্বকাপের সপ্তাহ দুয়েকও বাকি নেই। তার আগে স্মৃতি মান্ধানার স্বপ্নের ফর্ম স্বস্তি দিতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। কিন্তু বিশ্বকাপের মহড়ায় নেমে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ জিতে ইতিহাস গড়তে ব্যর্থ হল হরমনপ্রীত কৌরের ভারত। শনিবার ফিরোজ শাহ কোটলায় সিরিজ নির্ণায়ক তৃতীয় তথা শেষ ম্যাচে বীরের মতো লড়াই করেও অ্যালিসা হিলিদের কাছে ৪৩ রানে হার হরমনপ্রীতদের। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজ ১-২ হার ভারতের। স্মৃতির রেকর্ড সেঞ্চুরি দিনের শেষে কোনও কাজে এল না। মেয়েদের একদিনের ক্রিকেটে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান হল এদিনই।

আরও পড়ুন-বাংলা বিদ্বেষের প্রতিবাদ

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪১২ রানের বিশাল স্কোর খাড়া করেছিল। বেথ মুনি মাত্র ৫৭ বলে সেঞ্চুরি হাঁকান। শেষ পর্যন্ত ৭৫ বলে ১৩৮ রান করে আউট হন তিনি। জর্জিয়া ভোল (৮১), এলিসা পেরি (৬৮) উল্লেখযোগ্য অবদান রাখেন। জবাবে প্রতীকা রাওয়ালের উইকেট শুরুতে হারিয়েও মান্ধানার ব্যাটে পাল্টা লড়াই ছুঁড়ে দেয় ভারত। মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেন স্মৃতি। মেয়েদের ওয়ান ডে-তে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। প্রথমটি অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংয়ের। ৪৫ বলে করেছিলেন সেঞ্চুরি। স্মৃতির সেঞ্চুরি ভারতীয় ক্রিকেটে রেকর্ড। টপকে গেলেন বিরাট কোহলির ৫২ বলে সেঞ্চুরির ভারতীয় রেকর্ডও। স্মৃতি ৬৩ বলে ১২৫ রান করে আউট হন। ব্যাটে লড়াই করেন অধিনায়ক হরমনপ্রীত (৫২), দীপ্তিও (৭২)। কিন্তু শেষ রক্ষা হয়নি।

Latest article