শিউলি সুবাসিত শিশু-কিশোর সাহিত্য

পুজো উপলক্ষে প্রকাশিত হয়েছে বেশকিছু শিশু-কিশোর পত্রিকার শারদীয়া সংখ্যা। আজ মহালয়ার দিন দশটি শারদীয়া সংখ্যার উপর আলোকপাত করলেন অংশুমান চক্রবর্তী

Must read

কিশোর ভারতী
আকর্ষণীয় শারদীয়া সংখ্যা। শুরুতেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ‘দুজন আমি’। বেশ মজার। বাণী বসু, অনিতা অগ্নিহোত্রী, বিনতা রায়চৌধুরী, রাজা ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী, দেবযানী বসু কুমার, চুমকি চট্টোপাধ্যায়ের গল্পগুলোও মন ছুঁয়ে যায়। বড় গল্প বুনেছেন দেবজ্যোতি ভট্টাচার্য, দীপান্বিতা রায়, দেবারতি মুখোপাধ্যায় প্রমুখ। আছে নানা বিষয়ের সম্পূর্ণ উপন্যাস। লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, অভীক সরকারে, অভিজ্ঞান রায়চৌধুরী, সায়ক আমান, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। জাদু কবিতায় পবিত্র সরকার, শ্রীজাত, শ্যামলকান্তি দাশ, পার্থজিৎ গঙ্গোপাধ্যায় মাত করেছেন। আছে আরও কিছু ছড়া-কবিতা। সেইসঙ্গে হারিয়ে যাওয়া লেখা, অন্য জগতের তারকাদের লেখা, রম্যরচনা, ভ্রমণ, বিশ্বসাহিত্য ইত্যাদি। প্রচ্ছদশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। দাম ২৪০ টাকা।

আরও পড়ুন-এই নাকি বন্ধুত্বের নমুনা! শুল্কের পর এইচ-ওয়ান বি ভিসাতেও কোপ

সন্দেশ
শারদীয়া সংখ্যার বিশেষ আকর্ষণ সত্যজিৎ রায়ের অপ্রকাশিত অসমাপ্ত গল্প ‘টিকটিকিম্ভুত’, সব্যসাচী চক্রবর্তীর ‘ভারতের প্রাকৃতিক সৌন্দর্য’, সন্দীপ রায়ের ‘আশ্চর্য কমিক্স’। হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, দেবজ্যোতি ভট্টাচার্য, দোলনচাঁপা দাশগুপ্তর উপন্যাস, শিশির বিশ্বাস, যশোধরা রায়চৌধুরীর বড় গল্প, শিবানী রায়চৌধুরী, জয়ন্ত দে, শিবশঙ্কর ভট্টাচার্য, রাহুল মজুমদারের গল্প তৃপ্তি দেয়। প্রবন্ধ, ফিচার, স্মৃতিকথায় নিজেদের উজাড় করেছেন অমিতানন্দ দাশ, দেবাশিস সেন, অরিন্দম ঘোষ প্রমুখ। মৃদুল দাশগুপ্ত, সমর পাল, শ্যামলকান্তি দাশ, সুনির্মল চক্রবর্তী, চন্দন নাথ, রূপক চট্টরাজ, অনির্বাণ ঘোষ, দেবাশিস বসু, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের ছড়া-কবিতাগুলো বেশ মিষ্টি। আছে আরও কিছু বিভাগ। প্রচ্ছদ সমীর সরকারের। সম্পাদক সন্দীপ রায়। দাম ২৫০ টাকা।

চির সবুজলেখা
পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর আকাদেমির পত্রিকা ‘চির সবুজলেখা’। শারদীয়া সংখ্যাটি আগাগোড়া রঙিন। ছোটগল্প উপহার দিয়েছেন বাণী বসু, জয়া মিত্র, রতনতনু ঘাটী, রূপক চট্টরাজ, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, দীপান্বিতা রায়, দেবাশিস সেন প্রমুখ। কবিতা লিখেছেন অশোককুমার মিত্র, শৈলেনকুমার দত্ত, শ্যামলকান্তি দাশ, সুবোধ সরকার, অভীক মজুমদার, রামকিশোর ভট্টাচার্য প্রমুখ। কৌশিক চট্টোপাধ্যায়ের ‘পাঠশালা’ নাটকটি চমৎকার। অন্যরকম ছেলেবেলার গল্প বলেছেন জয় গোস্বামী। এছাড়াও আছে বড় গল্প, বিজ্ঞান, জীবজগৎ, সিনেমা, মহাকাশ, বাংলার যাত্রা, ইতিহাস, পরিবেশ, ভ্রমণ, পুজোর গল্পকথা, খেলা, কমিকস ইত্যাদি বিভাগ। প্রচ্ছদশিল্পী উজ্জ্বল ঘোষ। প্রধান সম্পাদক অর্পিতা ঘোষ। দাম ১৫০ টাকা।

আরও পড়ুন-রাজরীতি মেনে আজও ময়নাকাঠে হয় বড়দেবীর কাঠামো

আমপাতা জামপাতা
এই আনন্দবার্ষিকীতে মনমাতানো উপন্যাস লিখেছেন স্বপন বন্দ্যোপাধ্যায়, শ্যামলকান্তি দাশ, হেমেন্দুশেখর জানা, শিশির বিশ্বাস, দেবজ্যোতি ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী, মৃগাঙ্ক ভট্টাচার্য, চন্দন নাথ, শাশ্বতী চন্দ। বড় গল্পের ডালি উজাড় করেছেন যুধাজিৎ দাশগুপ্ত, রাজশ্রী বসু অধিকারী, সুমন্তকুমার বন্দ্যোপাধ্যায়। এছাড়াও গল্প লিখেছেন লায়লী দাশ, জয়ন্ত দে, শ্যামল চক্রবর্তী, অনন্যা দাশ প্রমুখ। ভবেশ দাশ, আশিসকুমার মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় দেবনাথ, শ্যামাচরণ কর্মকারের ছড়া-কবিতাগুলো অন্যরকমের। এছাড়াও আছে সৌমিত্র বসুর নাটক, ড. সমুদ্র বসুর তীর্থযাত্রীর ডায়েরি ইত্যাদি। প্রচ্ছদশিল্পী বিজন কর্মকার। সম্পাদক দেবাশিস বসু। দাম ৩৯৯ টাকা।

ছোটদের চাঁদের হাসি
উৎসবের মরশুমে বেরিয়েছে কুড়ি বছরের সেরা সংকলন। তারাদাস বন্দ্যোপাধ্যায়, সুধীন্দ্র সরকার, আশিস সান্যাল, কার্তিক ঘোষ, বলরাম বসাকের গল্প যেমন আছে, তেমনই আছে শংকর চক্রবর্তী, গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, উৎপল ঝা, শোভন শেঠ প্রমুখের গল্প। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সমরেন্দ্র সেনগুপ্ত, রত্নেশ্বর হাজরা, ভবানীপ্রসাদ মজুমদার, অপূর্ব দত্ত, বিমলেন্দ্র চক্রবর্তী, দীপ মুখোপাধ্যায়, মৃণালকান্তি দাশ প্রমুখের ছড়া-কবিতা মনে দোলা দিয়ে যায়। এক দমে পড়ে নেওয়া যায় ছন্দা চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘সত্যিকথা’। এছাড়াও আছে ভ্রমণ, বিশেষ রচনা, নাটক, ছড়া নাটিকা, দেশবিদেশের গল্প ইত্যাদি। প্রচ্ছদ আর্ট ক্রিয়েশন। সম্পাদক ছন্দা চট্টোপাধ্যায়। দাম ৩৫০ টাকা।

ডিঙিনৌকো
জমজমাট এই ছোটদের বার্ষিকীতে উপন্যাস লিখেছেন বলরাম বসাক, তপন বন্দ্যোপাধ্যায়, তাপস রায়। গল্প বিভাগে আছে শেখর বসু, শৈলেন ঘোষ, বাণীব্রত চক্রবর্তী, শংকর চক্রবর্তীর লেখা। পরিবেশের গল্প বেঁধেছেন তরুণকুমার সরখেল। মধুসূদন ঘাটী, তরুণকান্তি বারিক, আনসার উল হকের ছড়া-কবিতা শরতের আকাশের মতো। মোহিত রায়ের ‘অবাক জলযাত্রা’ নাটকটি ছোটরা অভিনয় করতে পারে। আছে রহস্যগল্প, বিজ্ঞানের গল্প সহ বেশকিছু বিভাগ। মুদ্রিত হয়েছে অতীতকালের কয়েকজন বরণীয় লেখকের রচনা। প্রচ্ছদশিল্পী দেবব্রত ঘোষ। সম্পাদক সুনির্মল চক্রবর্তী। দাম ৪৯৯ টাকা।

আরও পড়ুন-পাড়া শিবিরে প্রবীণ বাম নেতার গলায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ছোটর দাবি
শারদীয়া সংখ্যায় ছোটবেলার পুজোর স্মৃতি উজাড় করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, অমিত্রসূদন ভট্টাচার্য, ব্রততী বন্দ্যোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী। গল্পে নলিনী বেরা, চুমকি চট্টোপাধ্যায়, দীপান্বিতা রায়, জুলি লাহিড়ী, বিশেষ রচনায় পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, খেলায় দেবাশিস সেন, বিজ্ঞানে মানসপ্রতিম দাস নিজেদের উজাড় করেছেন। ছড়া-কবিতা লিখেয়েছেন পবিত্র সরকার, সুবোধ সরকার, তপন বন্দ্যোপাধ্যায়, শ্যামলকান্তি দাশ, সুজিত সরকার, অভীক মজুমদার, অভীক বসু, প্রবালকুমার বসু, প্রসূন ভৌমিক, স্মরণজিৎ চক্রবর্তী, ফটিক চৌধুরী, দেবব্রত দত্ত, সুনীল করণ, সাতকর্ণী ঘোষ প্রমুখ। প্রচ্ছদশিল্পী শংকর বসাক। সম্পাদক অশ্রুরঞ্জন চক্রবর্তী। দাম ১৫০ টাকা।

আনন্দকানন
ছিমছাম শারদীয়া সংখ্যা। স্মৃতিকথা উজাড় করেছেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর পৌরাণিক, প্রচেত গুপ্ত, রজত পালের বিশেষ লেখা, সুদীপ্ত কাহালীর উপন্যাস, অভীক মুখোপাধ্যায়ের উপন্যাসিকা পাঠকদের জন্য বিশেষ উপহার। সাক্ষাৎকার আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সন্মাত্রানন্দ, চুমকি চট্টোপাধ্যায়, সাগরিকা রায়, সপ্তর্ষি চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প মনে রেখাপাত করে। ছন্দছড়ার ঢেউ তুলেছেন পবিত্র সরকার, স্মরণজিৎ চক্রবর্তী প্রমুখ। আছে প্রবন্ধ-নিবন্ধ, বড় গল্প প্রভৃতি বিভাগ। প্রচ্ছদ আনন্দকানন ডিজিটাল। সম্পাদক অগ্নীশ্বর সরকার। দাম ১৯৯ টাকা।

কিশোর দুনিয়া
নানা বিষয়ের লেখায় সমৃদ্ধ এবারের শারদ সংখ্যা। সৌম্যনারায়ণ আচার্যর উপন্যাস ‘তাম্রলিপির রহস্য’ যথেষ্ট টানটান। বিশেষ রচনা উপহার দিয়েছেন প্রণবকুমার পাল, ড. সমুদ্র বসু, সৈয়দ রেজাউল করিম, তাপস মুখোপাধ্যায় প্রমুখ। ছড়া-কবিতা লিখছেন অশ্রুরঞ্জন চক্রবর্তী, ত্রিদিব ঘোষ রায়, নীলেশ নন্দী, নির্মল করণ, প্রদীপ আচার্য, গৌতম হাজরা, নির্মলেন্দু শাখারু, জুলি লাহিড়ী, কল্পনা ভট্টাচার্য প্রমুখ। অরুণ চট্টোপাধ্যায়, তপনকুমার দাস, মুকুল মাইতি প্রমুখর গল্প মন ছুঁয়ে গেছে। আছে স্বর্ণযুগের গল্প-কবিতা। প্রচ্ছদশিল্পী শংকর বসাক। সম্পাদক তাপস চট্টোপাধ্যায়। দাম ১২০ টাকা।

আরও পড়ুন-কুড়মি আন্দোলনে প্রভাবহীন জনজীবন

ছোটদের আলোলিকা
শারদ সংখ্যার প্রচ্ছদ বিষয় ‘শিশু বৎসল’। লিখেছেন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, আনসার উল হক, প্রদীপ দেববর্মন, অভীক বসু, পার্থপ্রতিম আচার্য, পৃথা বল, পীযূষকান্তি সরকার প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে অমরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল বন্দ্যোপাধ্যায়, রত্নেশ্বর হাজরা, অরুণিমা রায়চৌধুরীর প্রতি। ছড়ার মেলা বসিয়েছেন পবিত্র সরকার, মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়, সুনির্মল চক্রবর্তী, সুখেন্দু মজুমদার, অপূর্বকুমার কুণ্ডু, হাননান আহসান প্রমুখ। আছে অল্প কথার গল্প-সহ বেশকিছু বিভাগ। মুদ্রিত হয়েছে পুরোনো লেখাও। প্রচ্ছদশিল্পী বিষ্ণু সামন্ত। সম্পাদক ইন্দ্রাণী সরকার। দাম ১০০ টাকা।

Latest article