প্রতিবেদন : পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী’। শনিবার দুপুরে ছবির প্রচারে দেবী চৌধুরানী রেস্তোরাঁয় আড্ডায় মাতলেন কলাকুশলীরা। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়দের মধ্যাহ্নভোজ করান ছবির ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপন্যাসে ভবানী পাঠক একাধারে সন্ন্যাসী ও বিপ্লবী। ধনীর ধন লুঠে তিনি বিলিয়ে দেন গরিবদের মধ্যে।
আরও পড়ুন-এই নাকি বন্ধুত্বের নমুনা! শুল্কের পর এইচ-ওয়ান বি ভিসাতেও কোপ
বাস্তবেও কি প্রসেনজিৎ সেইরকমই? উত্তরে টলিউডের বুম্বাদার উক্তি, আমি সন্ন্যাসী নই! যদিও খাওয়াদাওয়া বহু বছর ধরে কন্ট্রোল করি। কারণ, এটা আমার কাজের পার্ট। তবে নিজে পরিমিত খেলেও তাঁর সঙ্গে যাঁরা সারাক্ষণ থাকেন, এমনকী বিনোদন জগতের সাংবাদিকদেরও তিনি খাওয়াতে ভালবাসেন। মিস্টার ইন্ডাস্ট্রির কথায়, এটা তাঁর দায়িত্ব। ‘দেবী চৌধুরানী’-সহ পুজোয় মুক্তিপ্রাপ্ত ৪টি বাংলা ছবিই মানুষকে হলে গিয়ে দেখার আবেদন জানান প্রসেনজিৎ।