প্রতিবেদন : সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর মূল্য সারা বাংলা জানে। কোনও বাদ্যযন্ত্র ছাড়া খালি গলাতেই সুরের মূর্ছনায় মাতিয়ে রাখতেন শ্রোতাদের। শনিবার বাঙালির সেই প্রবাদপ্রতিম আইকন প্রতুল মুখোপাধ্যায়ের জন্মদিন পালন হল রবীন্দ্র সদনের জীবনানন্দ সভাগৃহে। দেশ বাঁচাও গণমঞ্চের তরফে আয়োজিত অনুষ্ঠানে এদিন গানে-গল্পে-স্মৃতিচারণায় শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করা হয়।
আরও পড়ুন-পুজোর আড্ডায় ‘দেবী চৌধুরানী’র টিম
উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বোস, সাংসদ দোলা সেন, রন্তিদেব সেনগুপ্ত, শর্বরী মুখোপাধ্যায়রা। বক্তব্যে প্রয়াত শিল্পীর জীবনীর উপরে আলোকপাত করেন পূর্ণেন্দু বসু। বলেন, প্রতুল মুখোপাধ্যায় কোথাও যাননি। আমাদের মধ্যেই তিনি আছেন। তাঁর কথা, সুর এবং সংগ্রামের মধ্যে দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। স্মরণসভা থেকে শিল্পীর নামে একটি সঙ্গীত অ্যাকাডেমি তৈরি পরিকল্পনা ঘোষণা করে দেশ বাঁচাও গণমঞ্চ