সিজার অ্যাটাকের পরে হাসপাতালে দু’ঘণ্টা! জুবিনের মৃত্যুতে সিআইডি তদন্ত

যদিও প্রয়াত গায়কের স্ত্রীয়ের দাবি, আগেও একাধিকবার এরকম সিজার অ্যাটাক থেকে বেঁচে ফিরেছেন তিনি। এবার আর শেষরক্ষা হল না।

Must read

সিঙ্গাপুর: মৃত্যুর খবর প্রচারিত হতেই সিঙ্গাপুরের সংবাদপত্রের প্রথম পাতার খবরে ছিলেন গায়ক জুবিন গর্গ। যেভাবে জলের তলার সিজার অ্যাটাক হয়ে মাত্র ৫২-তে ভক্ত, অনুরাগীদের কাঁদিয়ে বিদায় নিলেন জুবিন গর্গ, তাতে অনেকেই কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অসম সরকার ইতিমধ্যেই জুবিনের দুই সঙ্গীর বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও প্রয়াত গায়কের স্ত্রীয়ের দাবি, আগেও একাধিকবার এরকম সিজার অ্যাটাক থেকে বেঁচে ফিরেছেন তিনি। এবার আর শেষরক্ষা হল না।

আরও পড়ুন-কর্মচারী ফেডারেশনের সভায় মানস-শশী-স্নেহাশিস

জুবিনের মৃত্যুর পরে নর্থইস্ট ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা শ্যাম কানু মহান্ত একটি বিবৃতি প্রকাশ করে দাবি করেছিলেন, জুবিন একটি বাণিজ্যিক বৈঠকে গিয়েছেন। সেখান থেকে তাঁর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর পান তাঁরা। অথচ সেই সময়ে তিনি আদৌ কোনও বাণিজ্যিক বৈঠকে ছিলেন না। সঙ্গী ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সঙ্গে ছিলেন স্কুবা ডাইভিংয়ে। তাঁরাই জুবিনকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এরপরই শ্যাম মহান্তর বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে অসমে। বিভিন্ন সংগঠন নর্থইস্ট ফেস্টিভ্যালের নামে জুবিনকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার বিরোধিতা শুরু করে।

আরও পড়ুন-গানে-গানে প্রতুল-স্মরণ

যদিও গোটা ঘটনা নিয়ে বিশদ তদন্ত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সিঙ্গাপুর প্রশাসন। ভারতের সিঙ্গাপুর দূতাবাসের পক্ষ থেকেই জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে মৃত্যুর যথাযথ রহস্য উন্মোচনে ময়নাতদন্ত করা হয়েছে দেহের। শনিবার ময়নাতদন্তের পরে জুবিনের দেহ তুলে দেওয়া হয় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও বাকি টিমের হাতে। রবিবার সকাল ৬টায় দিল্লিতে পৌঁছবে দেহ। সেখান থেকে নিয়ে আসা হবে গৌহাটিতে জুবিনের বাড়িতে। রাজ্যস্তরে সম্মান জানানো হবে শিল্পীকে। দেহ নিয়ে যাওয়া হবে জোরহাটেও। পাশাপাশি নর্থ ইস্ট ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা শ্যাম কানু মোহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার। তবে ইতিমধ্যেই জনপ্রিয় শিল্পীর মৃত্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ‘রাজনীতি’ করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছে অসমের বিরোধী দলগুলি।

Latest article