নয়াদিল্লি: দিল্লির বিভিন্ন স্কুলে বোমা-হুমকি ফোনের পর এবার বিমানেও বোমা রাখার হুমকি। আকাশ সফরের সমস্যা যেন কাটতেই চাইছে না। ঝুঁকি এড়াতে চেন্নাইয়ে জরুরি অবতরণ করানো হল থাইল্যান্ডগামী ইন্ডিগো বিমানের। যদিও এমারজেন্সি ল্যান্ডিং নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের ভিন্ন মতামতে কিছুটা ধোঁয়াশায় যাত্রীরা।
আরও পড়ুন-এসএসসি পরীক্ষার প্রস্তুতির নাম করে আইএস মডিউল তৈরি, রাঁচির লজ থেকে গ্রেফতার
মুম্বই থেকে থাইল্যান্ডের ফুকেটগামী ইন্ডিগোর ৬ই ১০৮৯ বিমানটিকে নিরাপত্তার খাতিরে চেন্নাইয়ে দিকে ঘোরানো হয়েছে বলে বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়া জানায়, ফুকেট বিমানবন্দরে কার্ফুর জেরে যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে। অথচ বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, শুক্রবার রাতে হুমকি ই-মেইল এসেছিল, যেখানে বলা হয় সংশ্লিষ্ট বিমানে বোমা রয়েছে। তাই উড়ানের জরুরি অবতরণ করিয়ে প্রোটোকল মেনে তল্লাশি শুরু হয়। শনিবার সকাল পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে কে বা কারা ওই হুমকি ই-মেইল পাঠাল তার তদন্ত চলছে।