পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হল। আজ মহালয়া (Mahalaya)। চণ্ডিপাঠের মধ্য দিয়ে আজ মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। মহালয়া উপলক্ষ্যে বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। পূরাণ মতে দুর্গোৎসবের তিনটি পর্ব-মহালয়া, বোধন আর সন্ধিপূজা। মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পেয়েছিলেন। মহালয়ার সকাল থেকেই পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়। মৃত আত্মীয়পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন বহু মানুষ।
আরও পড়ুন-শতবর্ষে প্রদীপকুমার
এই বিশেষ তিথি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা ও সুরের একটি গান সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, “জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী” তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”
আরও পড়ুন-ঘুঘুর বাসা
মহালয়া উপলক্ষ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ”মহালয়া উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। সকলের হৃদয়ে দেবীর আগমনের সুর লহরী বেঁধে দেয় মহালয়া। তর্পনে আবাহনের মধ্যে দিয়ে পবিত্র হোক সকলের অন্তর।”