শুক্ল প্রতিপদ থেকে নবমী, নবরাত্রিতে দেবী দুর্গার ৯ টি রূপ। নবরাত্রির (Navratri) প্রথম দিন প্রতিপদ। দেবী দুর্গা ও তাঁর নয় রূপের আরাধনায় ব্যস্ত সকলে। সোমবার নবরাত্রির প্রথম দিন। নবরাত্রিতে পূজিতা দেবীর এই ৯ টি রূপ হল, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। এদিন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে তিনি জানিয়েছেন,”নবরাত্রি উপলক্ষে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।“
আরও পড়ুন-নয়ডা সপ্তর্ষি সংঘের এবার পুজোর মূল আকর্ষণ যামিনী রায় ঘরানার পটচিত্র
চলতি বছর নবরাত্রি পালন হবে দশদিন। কারণ এবার চতুর্থী তিথি পড়েছে দু’দিন। মহালয়ার পরের দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর সোমবার থেকে নবরাত্রির (Navratri) ব্রত পালন শুরু। আজ নবরাত্রীর শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক্সে তিনি লিখেছেন,” নবরাত্রির পবিত্র দিনগুলিতে পা রাখার সঙ্গে সঙ্গে, আমি দেশের সকলকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব হল শক্তির উদযাপন, ঐশ্বরিক নারীত্বের শাশ্বত শক্তি এটি স্মরণ করায় যে সত্য, সাহস এবং ধার্মিকতা সবসময় আঁধারের বিরুদ্ধে জয়লাভ করে। মা দুর্গার ঐশ্বরিক কৃপা সকল ছায়া দূর করুক, আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করুক এবং সকলের জন্য শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়বিচারের দিকে আমাদের পথ আলোকিত করুক।“