খাইবার পাখতুন প্রদেশে পাকিস্তানি বায়ুসেনার হামলার ঘটনায় শিশু ও মহিলা-সহ মৃত ৩০

সোমবার মৃত্যু হয়েছে ৩০ জনের। ইতিমধ্যেই মানুষের ছিন্ন-বিচ্ছিন্ন দেহ পড়ে থাকার ছবি সীমিত কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে।

Must read

পাকিস্তানের (Pakistan) বায়ুসেনার হামলা ঘটনায় একাধিক শিশু এবং মহিলা-সহ ৩০ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত ২টো নাগাদ পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের তিরা উপত্যকার মাত্রে দারা গ্রামে পাকিস্তানি যুদ্ধবিমান থেকে আটটি LS-6 বোমা ফেলা হয়। এর ফলে মৃত্যু হয়েছে ৩০ জন সাধারণ মানুষের। এছাড়াও এদিনের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। কিন্তু তাঁরা কেমন আছে সেই বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি। প্রসঙ্গত, এর আগেও খাইবার পাখতুন প্রদেশে একাধিকবার সন্ত্রাসবাদী কার্যকলাপ থামানোর জন্য পাক সেনার তরফে অভিযান চালানো হয়েছিল। কিন্তু প্রতিবারেই অসংখ্য সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-হাওড়ায় মেলার ভিড়ে ঢুকে পড়ল লরি, মৃত ২

সোমবার মৃত্যু হয়েছে ৩০ জনের। ইতিমধ্যেই মানুষের ছিন্ন-বিচ্ছিন্ন দেহ পড়ে থাকার সীমিত কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রায় ৪২ শতাংশ বেড়েছে। জানুয়ারি মাসেই ৭৪টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে গোটা দেশে। এতে মোট ৯০ জন মারা গিয়েছেন। খাইবার পাখতুন প্রদেশের অবস্থা বেশ খারাপ। তারপরের রয়েছে বেলুচিস্তান।

আরও পড়ুন-কানপুরে নববধূকে ঘরে আটকে ছাড়া হল কোবরা

শীর্ষ গোয়েন্দা সূত্রের মতে, চীনের জেএফ-১৭ থান্ডার জেট ব্যবহার করে রাত ২টো নাগাদ অভিযান চলে। এই বিমানগুলি কমপক্ষে আটটি এলএস-৬ প্রিসিশন গ্লাইড বোমা ফেলে। এই হামলায় একাধিক বিস্ফোরণ গোটা অঞ্চল জুড়ে হয়, যেখানে কোনও জঙ্গি উপস্থিতি বা হতাহতের ঘটনা যদিও নিশ্চিত করা হয়নি। স্থানীয় সূত্রে খবর, ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে বোমা হামলা চালানো হয়েছে। ঘটনার সময় সকলেই ঘুমিয়ে ছিল। স্থানীয়রা এবং গোয়েন্দা নেটওয়ার্কগুলি বিমান হামলা বলে দাবি করলেও পাকিস্তান সেনাবাহিনী স্পষ্টভাবে সেই দায় অস্বীকার করেছে। একটি সরকারী বিবৃতিতে, সামরিক মুখপাত্ররা দাবি করেছেন যে “খাওয়ারিজ সন্ত্রাসীদের লুকানো বিস্ফোরকের একটি বিশাল ভাণ্ডার” মেত্রা দারার একটি বাড়ির ভিতরে বিস্ফোরণ ঘটায়, যার ফলে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Latest article