মুম্বই (Mumbai) বাণিজ্য নগরীতে ভয়াবহ দুর্ঘটনার মুখে বিলাসবহুল ল্যাম্বরগিনি। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মুম্বইয়ের কোস্টাল রোডে ডিভাইডারে ধাক্কা মারে একটা ল্যাম্বরগিনি। তবে চালকের কোনও রকম আঘাত লাগেনি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ভারী বৃষ্টির ফলে রাস্তাটি পিছল ছিল এবং এর ফলেই দুর্ঘটনাটি ঘটে। কোস্টাল রোডে হঠাৎ করে ল্যাম্বরগিনিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে ডিভাইডারে ধাক্কা মারে। নিমেষেই ভিডিও ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করে নি জাগো বাংলা)। কিন্তু প্রশ্ন উঠছে একের পর এক বিলাসবহুল গাড়ি দুর্ঘটনার মুখে কেন পড়ছে।
ওরলি পুলিশ সূত্রে খবর, ওই ল্যাম্বরগিনির চালকের নাম অতীশ শাহ (৫২)। তিনি নেপিয়ান সি রোডের বাসিন্দা ও এদিন কোলাবার দিকে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি ব্যারিকেডে ধাক্কা মারে। সিনিয়র পুলিশ অফিসার অরবিন্দ পাতিল এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন গাড়িটি পিছলে যাওয়ার পর অতীশ শাহ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়েন। তবে তিনি গুরুতর আহত হননি। ২৫ ডিসেম্বর, ২০২৪ একই জায়গায় একটি ল্যাম্বরগিনি গাড়িতে আগুন লেগে যায়। ভিতরে চালক থাকলেও কোনমতে পালতে সক্ষম হয়েছিলেন তিনি। চলতে চলতে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। ৪৫ মিনিট ধরে আগুন জ্বলার পর সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।