”জিএসটি কমানোতে কেন্দ্রের কোনও ভূমিকা নেই, সব কৃতিত্ব রাজ্যের” স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

সোমবার খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজে হাতে মণ্ডপের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেন তিনি।

Must read

সোমবার খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজে হাতে মণ্ডপের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেন তিনি। জিএসটি হার নিয়ে মোদী সরকারের দাবি নস্যাৎ করে বলেন, ‘’বিমা থেকে জিএসটি সরানোর কথা প্রথম আমরাই বলেছিলাম।”

আরও পড়ুন-ঘরে আধখাওয়া মদের বোতল, তাগা, তাবিজ! ট্যাংরায় ২৫ তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর

সাফ জানান, ”বাংলা থেকে আমার ২০ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল। সংসার চালাবো কি করে। কিন্তু আমাদের জোগাড় করতে হবে। এর জন্য দিল্লির সরকারের কোন কৃতিত্ব নেই। তবে এতে মানুষের সুবিধা হবে তাই আমি খুশি। তবে যাদের কোনও ক্রেডিট নেই, তাদের জিএসটির নাম নিতে দেব না। এটা মানা যায় না। এ ব্যাপারে আমরা বিজ্ঞাপন দিয়ে আসল সত্যটা সামনে আনব।”

আরও পড়ুন-মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে ল্যাম্বরগিনি, ভাইরাল ভিডিও

তিনি আরও বলেন, ”জিএসটি লাগু করে কেন্দ্র গরিব মানুষের সর্বনাশ করেছিল, আর রাজ্যগুলো থেকে টাকা তুলেছিল। ওদের এক পয়সাও খরচ হয়নি। অথচ এখন কৃতিত্ব নিতে আসছে! ক্রেডিট নিচ্ছেন একজন, আত্মনির্ভরের কথা বলছেন, অথচ রাজ্যের টাকা ফেরত দিচ্ছেন না। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, জল স্বপ্ন, সর্বশিক্ষা অভিযান, সব বন্ধ। এই জিএসটি হ্রান্সে সেন্ট্রাল গর্ভমেন্টের কোনও ক্রেডিট নেই। আমিই প্রথম ইনসিওরেন্স থেকে জিএসটি তোলার দাবি তুলেছিলাম। রান্নার জিরেতে জিএসটি, হিরেতে নয় — এটাই তো এদের ন্যায়বিচার! জীবনদায়ী ওষুধেও কর বসানো হয়েছে। আমাদের প্রতিবাদেই জিএসটির নিয়মে বদল আনতে বাধ্য হয়েছে।”

আরও পড়ুন-‘দায়িত্বজ্ঞানহীন’ ১০২ দিনেও চূড়ান্ত রিপোর্ট নেই, এয়ার ইন্ডিয়া ক্র্যাশ রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

কেন্দ্রের নির্দেশ মতো সোমবার থেকে লাগু হয়েছে নয়া GST হার। কিন্তু সবার কাছে ঠিকমতো তথ্য না দেওয়ায়, সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতির জন্যেও কেন্দ্রকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞাপন দিয়ে স্পষ্ট হার জানানো হবে।

Latest article